পাকিস্তানি শিল্পী আতিফের গান সিনেমা থেকে বাদ দিলেন সালমান

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরার গোরিপুরা এলাকায় সিআরপিএফের (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স) বহরে সন্ত্রাসী হামলায় বিপুলসংখ্যক জওয়ানের হতাহতের ঘটনার পর নিন্দা ও প্রতিবাদে সরব বলিউড অঙ্গন।
ভারতের বিনোদন সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে জানিয়েছে, সুপারস্টার সালমান খান তাঁর আগামী প্রযোজনা ‘নোটবুক’ থেকে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের একটি গান বাদ দিয়ে দিয়েছেন। অন্যদিকে, ‘টোটাল ধামাল’ পরিচালক জানিয়েছেন, ছবিটি পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না।
বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলা প্রতিবেদনে জানিয়েছে, আতিফ আসলামের গানটি ‘নোটবুক’ থেকে বাদ দিয়ে নিজেই গাইবেন সালমান খান। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে প্রতিবেদনটি বলছে, দু-একদিনের মধ্যে গানটি পুনরায় রেকর্ড করা হবে।
ওই প্রতিবেদন সত্য হলে পুলওয়ামা হামলার পরে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতায় নিষেধাজ্ঞা জারি করা শীর্ষ চলচ্চিত্র সংস্থা অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (এআইসিউব্লিউএ) বিজ্ঞপ্তিই সত্য প্রমাণিত হবে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ওই ন্যক্কারজনক হামলায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। শহীদদের পরিবারকে ভারত সরকারের পাশাপশি বলিউড তারকাও আর্থিক সাহায্য করে চলেছেন।
শহীদ জওয়ানদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে গত রোববার কালো দিবস পালন করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ বন্ধ রাখেন তাঁরা। ভারতবীরদের জন্য প্রার্থনারও আয়োজন করা হয়।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার ‘ভারত’ ছবির শুটিং ছিল সালমান খানের। সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের সঙ্গে একটি বাণিজ্যিক শুট ছিল অমিতাভ বচ্চনের। শহীদদের স্মরণে শুটিং বন্ধ রাখেন দুই তারকা।
গতকাল সোমবার এআইসিউব্লিউএ পাকিস্তানি অভিনেতা-শিল্পীদের ওপর ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ জারি করে।
এআইসিডব্লিউএর সাধারণ সম্পাদক রোনাক সুরেশ জৈন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় আমাদের সৈন্যদের ওপর নিষ্ঠুর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রয়েছে। এই ধরনের সন্ত্রাস ও অমানবিকতা প্রতিরোধে আমরা দেশের সঙ্গে রয়েছি।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এরপরও যদি কোনো প্রতিষ্ঠান পাকিস্তানিদের সঙ্গে কাজ করে, তবে এআইসিউব্লিউএ সেই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করবে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে, রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) গত শনিবার সব সংগীত কোম্পানিকে নির্দেশ দিয়েছে, পাকিস্তানি শিল্পীদের সমস্ত গান তাদের ভিডিও ও অ্যালবাম থেকে সরিয়ে ফেলতে হবে। এর পরেই পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান ও আতিফ আসলামের ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেয় টি-সিরিজ।
নিতিন কক্কর পরিচালিত ‘নোটবুক’ আগামী ২৯ মার্চ মুক্তি পাবে। এ ছবি দিয়ে বলিউডে পা রাখছেন জহির ইকবাল ও প্রানুতন বেহল। সূত্র : ইন্ডিয়া টিভি, এনডিটিভি