তিন দিনে আয় ৬২ কোটি

ইন্দ্র কুমারের ‘টোটাল ধামাল’ থামছেই না। বক্স অফিসে ধামাকা তুলেছে হাস্যরসাত্মক এই ছবি। মুক্তির তিন দিনে বক্স অফিসে ৬০ কোটি পার করেছে।
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। গত শুক্রবার পর্দায় ওঠে ছবিটি। প্রথম দিনে আয় করে ১৬ কোটি রুপির বেশি। দ্বিতীয় ও তৃতীয় দিনে বাড়ে সংগ্রহ।
ভারতের বক্স অফিসে প্রথম দিন ‘টোটাল ধামাল’ আয় করে ১৬.৫০ কোটি, দ্বিতীয় দিনে ২০.৪০ কোটি ও সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রোববার আয় করে ২৫.৫০ কোটি রুপি। সব মিলিয়ে সংগ্রহ দাঁড়াল ৬২.৫০ কোটি রুপি।
এর আগে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছিলেন, মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে আগুন ঝরিয়েছে ‘টোটাল ধামাল’। তৃতীয় দিনে (রোববার) বড় সংগ্রহ করবে ছবিটি। পরিবারের সবাই, শিশুরাও প্রেক্ষাগৃহে যাচ্ছে ছবিটি দেখতে। তিন দিনে ৬০ কোটি রুপি আয় হতে পারে বলে পূর্বানুমান করেছিলেন তিনি। তাঁর অনুমান সত্য হলো।
আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করছে এ ছবি। উৎসবের মৌসুম ছাড়াই মুক্তি পাওয়া এ ছবির সাফল্যে উচ্ছ্বসিত সবাই।
‘টোটাল ধামাল’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জনি লিভার, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর একসঙ্গে হলেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা বড়পর্দার জুটি মাধুরী-অনিল।
ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ছবিতে জুটি বাঁধেন মাধুরী ও অনিল। সর্বশেষ ২০০১ সালে রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’য় এ জুটিকে দেখা যায়।
চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রথি বলেছেন, ‘টোটাল ধামাল’ অসাধারণ সাড়া পাচ্ছে। ছোট-বড় সবাই এই সিনেমা দেখছে। সংশ্লিষ্টদের আশা, আগের দুই কিস্তিকে ছাড়িয়ে যাবে সম্পূর্ণ বিনোদনধর্মী এ ছবি। সূত্র : ইন্ডিয়া টুডে