সালমানের সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা?

নির্মাতা-প্রযোজক করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুমের সর্বশেষ পর্বে অতিথি ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খান। সেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অনেক কথাই বলেছেন বেবো ও পিসি। প্রসঙ্গ এসেছিল, কীভাবে তাঁদের স্বামী প্রেমের প্রস্তাব দিয়েছিলেন আর কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাঁরা। আগামী সিনেমা নিয়েও কথা বলেন দুই বলিউড সুন্দরী।
করণের শোর জনপ্রিয় র্যাপিড ফায়ার রাউন্ডে এই নির্মাতা প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেন, সঞ্জয় লীলা বানসালি ও বিশাল ভরদ্বাজের মধ্যে কার সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী? এ সময় হেসে ‘কোয়ান্টিকো’ তারকা বলেন, ‘এর মধ্যেই দুজনের সঙ্গে কথা সেরে ফেলেছি।’
এর আগে ভারতের বেশ কয়েকটি বিনোদন সংবাদমাধ্যম জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তারকা পরিচালক ও তারকা অভিনেতা একত্র হচ্ছেন। এক প্রেমনির্ভর সিনেমায় দেখা যাবে দুই সুপারস্টার সঞ্জয় লীলা বানসালি ও সালমান খানকে। ১৯ বছর পর এই পরিচালক-অভিনেতার পুনর্মিলন হতে চলেছে। সর্বশেষ তাঁরা ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
মুম্বাই মিররকে প্রযোজনা সংস্থা বানসালি প্রডাকশনসের প্রধান নির্বাহী প্রেরণা সিং বলেছেন, ‘হ্যাঁ, ১৯ বছর পর একটি প্রেমের গল্পে সালমান খান ও সঞ্জয় লীলা বানসালির পুনর্মিলন হচ্ছে। ছবির কাহিনীর দিকে তাকালে তাঁদের যৌথতাই হবে সেরা।’
আর সে কারণেই বি-টাউনে গুঞ্জন, তবে কি সঞ্জয় লীলা বানসালির সিনেমায় পুনর্মিলন হচ্ছে সালমান-প্রিয়াঙ্কার?
সালমান ও প্রিয়াঙ্কার রুপালি পর্দার রোমান্স নিয়ে অনেক উচ্ছ্বাস বলিপাড়ায়। ‘গড টুসি গ্রেট হো’, ‘মুঝছে শাদি কারোগি’ ও ‘সালাম-ই-ইশক’ ছবিগুলোতে তাঁদের রসায়ন দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। বড়পর্দায় ফের এ যুগলকে দেখার জন্য উন্মুখ অনুরাগীরা।
সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর ভারতীয় সংস্করণ। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ।
এ ছাড়া আগামী এপ্রিলে মধ্য প্রদেশের মহেশ্বরে ‘দাবাং থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। তৃতীয় কিস্তিতেও সালমান ও সোনাক্ষি সিনহা যথাক্রমে চুলবুল পান্ডে ও রজো চরিত্রে অভিনয় করবেন।
অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীতে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। এতে তাঁর বিপরীতে রয়েছেন ‘দিল ধারকানে দো’ সহ-অভিনেতা ফারহান আখতার, রয়েছেন ‘দঙ্গল’ খ্যাত জাইরা ওয়াসিমও। সূত্র : টাইমস নাউ