পয়লা বৈশাখে মৌ-এর বৃত্তবন্দি
পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘বৃত্তবন্দি’তে প্রিয়ন্তি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। টেলিফিল্মে শাহেদ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ এবং রুমেল চরিত্রে অভিনয় করেছেন মডেল সুজন হাবিব।
শাহাদাত রাসেলের রচনা এবং সাইফুল হাফিজ খানের পরিচালনায় ‘বৃত্তবন্দি’ টেলিফিল্মটি নির্মিত হয়েছে।পরিচালক সাইফুল হাফিজ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, নাটক অনেক নির্মাণ করলেও টেলিফিল্ম এই প্রথম নির্মাণ করেছি।অনেক যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’
‘বৃত্তবন্দি’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে প্রিয়ন্তি ও শাহেদ সুখী দম্পতি। পাশাপাশি রুমেল ব্রোকেন পরিবারের একমাত্র ছেলে। ঘটনাচক্রে প্রিয়ন্তির সঙ্গে পরিচয় হয় রুমেলের। পরিচয়ের পরই সময়ের বৃত্তে ঘুরতে থাকে রুমেলের জীবন। শুরু হয় প্রিয়ন্তি ও শাহেদের সংসারে টানাপড়েন।
আসছে পহেলা বৈশাখে এ ‘বৃত্তবন্দি’ টেলিফিল্মটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক সাইফুল হাফিজ খান।