Beta

‘কেমন আছে ফারিয়া’

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫

ফিচার ডেস্ক
‘কেমন আছে ফারিয়া’ নাটকের একটি দৃশ্যে অপর্না ও জোভান। ছবি : সংগৃহীত

দেশের বাইরে নিয়মিত  নাটকের শুটিং করেন দীপু হাজরা। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে তিনি শুটিং করেছেন একটি নাটকে। নাম ‘কেমন আছে ফারিয়া’।

লিখেছেন দয়াল সাহা। মূল চরিত্রে অভিনয় করেছেন অপর্না ঘোষ ও ফারহান আহমেদ জোভান।  আরো অভিনয় করেছেন ফারহাদ বাবু, মাহবুব শাহীন প্রমুখ। এতে ফারিয়া চরিত্রে অপর্না ঘোষ ও তপু চরিত্রে জোভানকে ছোট পর্দায় দেখতে পাবেন দর্শক।

দীপু হাজরা বলেন, ‘গতানুগতিক ধারার গল্পের নাটক এটি নয়।  এক কাল্পনিক জনপ্রিয় নায়িকার গল্প। আশা করছি, দর্শক উপভোগ করবেন।’

কনসেপ্ট মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি  আগামীকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হবে।  এর গল্পে দেখা যাবে, ‘এক জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ফারিয়াকে অনেক বছর খুঁজে পাওয়া যায় না। না তার কর্ম-জীবনে, না ব্যক্তিগত ভাবে। কোথায় তার অবস্থান তা কেউ ই জানে না। এত বড় একজন চিত্রনায়িকা হঠাৎ করে উধাও। কেউ তার খোঁজও দিতে পারে না। পত্রিকায় এ নিয়ে অনেকবার বিভিন্ন লেখাও বেড়িয়েছে, তবে সে গুলো বলা যায় অনেক মনগড়া কিংবা ভিত্তিহীন খবর। এমনই এক বাস্তবতায় তপু নামের এক বিনোদন সাংবাদিক তাকে আবিষ্কার করে থাইল্যান্ডের পাতায়ায়। ফারিয়া বর্তমানে ওখানের একটি কোম্পানিতে কাজ করে। ফারিয়ার সাথে পরিচয় ঘটে তপুর। তপু জানতে চায় কেন সে এত বছর আত্মগোপন করে এখানে রয়েছে । কোন উত্তর মেলে না ফারিয়ার কাছ থেকে। সে তার আগের জীবনকে ভুলে থাকতে চায়।  শুরু হয় নতুন রহস্য।’

Advertisement