মালাইকার সঙ্গে অর্জুনের বোনের সম্পর্কে ফাটল?

একদিকে খবর, মালাইকা অরোরা ও অর্জুন কাপুর সাতপাকে বাঁধা পড়তে প্রস্তুত। অন্যদিকে খবর, অর্জুনের কাকাতো বোন সোনম কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক ভালো যাচ্ছে না। এ দুইয়ের মাঝখানে পড়েছেন ‘গুন্ডে’ তারকা অর্জুন।
সংবাদমাধ্যম টাইমস নাউয়ের এক প্রতিবেদন বলছে, একটি প্রাইভেট পার্টিতে সোনম কাপুরকে বিব্রত করেছেন মালাইকা অরোরা। মালাইকা খুব বেশি মদে মত্ত হয়ে পড়েছিলেন এবং নিজেকে সামলাতে পারছিলেন না। আর তা দেখে সোনম কাপুর সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু সেই সাহায্য গ্রহণের পরিবর্তে উল্টো সোনমকে নাকি মালাইকা বলেছেন, নিজের দিকে খেয়াল রাখতে। আর তা নাকি সবার সামনেই।
ওই ঘটনা ভালোভাবে নিতে পারেননি সোনম কাপুর। এমনিতেই ভাই অর্জুন ও মালাইকার সম্পর্ক নিয়ে বেশ সংরক্ষণবাদী সোনম।
বিনোদন সংবাদমাধ্যম স্পটবয়কে একটি সূত্র বলেছে, ‘মালাইকাকে ধরার চেষ্টা করেছিলেন সোনম, কিন্তু হুট করেই মালাইকা তাঁকে ফিরিয়ে দেন। কারো কথা শোনার মতো মুডেই ছিলেন না মালাইকা। সোনমকে তিনি বলেন, নিজেকে সামলানোর জন্য একাই যথেষ্ট।’
যা হোক, কারিশমা কাপুর, কারিনা কাপুর ও রিয়া কাপুর অর্জুন ও মালাইকার সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করলেও সোনম নাকি সেই পক্ষের নন। অবশ্য অর্জুনের বাবা বনি কাপুর ও কাকা অনিল কাপুর ছেলের পছন্দকে ‘না’ করতে চান না।
সাম্প্রতিক খবর বলছে, আগামী মাস, অর্থাৎ এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা ও ‘নমস্তে ইংল্যান্ড’ অভিনেতা অর্জুন কাপুর। খ্রিস্টান রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এ যুগল। শোনা যাচ্ছে, কোনো হৈ-হুল্লোড় বা বড়সড় উদযাপন ছাড়াই একেবারে পারিবারিক আয়োজনে বিয়ে সারবেন মালাইকা-অর্জুন।
মডেল-অভিনেত্রী মালাইকা অরোরার বোন অমৃতা অরোরাও সাদামাটা আয়োজনে খ্রিস্টান রীতিতে বিয়ে সেরেছিলেন। মনে হচ্ছে, বড় বোন মালাইকা তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন।
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। এরই মধ্যে সাবেক এ যুগল নতুন জীবন শুরু করেছেন। আরবাজ খান খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানিকে আর মালাইকাও অর্জুন কাপুরের সঙ্গে বি-টাউনে এঁকেছেন লালগালিচা। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা ও আরবাজ। তাঁদের সংসারে রয়েছে ১৬ বছরের ছেলে আরহান।
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এরপরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস