মুসাফির আরিয়ানের গানের মডেল ইরফান সাজ্জাদ ও রুবী

‘কিছুটা ইচ্ছে ইচ্ছে ভুল, তোমার খোঁপার গোলাপ ফুল, কোনো অচিন আশায়, রাতগুলো ঘুমহীন।’ এমন কথার ‘ইচ্ছে ভুল’ গানটি লিখেছেন আলী ওয়াজেদ। গেয়েছেন মুসাফির আরিয়ান। সুর ও সংগীত গীতিকার ও শিল্পী দুজন মিলেই করেছেন।
গানটির ভিডিওতে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানজিনা রুবী। ভিডিওটি গতকাল বৃহস্পতিবার সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছেন গানের কলাকুশলী সবাই। ভিডিও নির্মাণ করেছেন মীর ইশতিয়াক।
অনেকে মন্তব্য করেছেন, এ ধরনের গল্পনির্ভর গান খুব কম হয়। ইরফান সাজ্জাদের ভক্তরাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভুল করছেন না। একজন গানের ভিডিও দেখে মন্তব্য করেছেন ‘ভালোবাসা এমনই হয়’।
গানটি প্রসঙ্গে এর শিল্পী-সুরকার মুসাফির আরিয়ান বলেন, ‘দুটো মানুষের ভালোবাসার কথা ও বিচ্ছেদের গল্প রয়েছে এই গানে। আবার দুজনে অনেক দূরে হারিয়ে যাওয়ার গানও এটি। দুজন মানুষ একে অপরকে ছেড়ে একা থাকতে না পারার গান। গীতিকারের কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে। সুরেও তাই চেষ্টা করেছি কথাগুলোকে অনুভব করার। বাকিটা শ্রোতা-দর্শকরা ভালো বলতে পারবেন।’
ইউটিউবে ছাড়াও গানটি শোনা যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে।