কিডস মিডিয়ার নতুন লোগো উন্মোচন

শিশু বিষয়ক গণমাধ্যম ‘কিডস মিডিয়া’ নতুন লোগো উন্মোচন করেছে। গত রোববার ১৭ মার্চ রাজধানীর কারওয়ানবাজারে একটি রেস্তোরাঁয় অনড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন এটিএন নিউজের হেড অব প্রোডাকশন কাজী নাজমুল তাপস। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকলেও
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যস্ততার কারণে যোগদান করতে পারেননি। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এটিএন বাংলার জনপ্রিয় ইংরেজি সংবাদ পাঠিকা শায়লা হক ও আনন্দ টিভির সংবাদ পাঠক সফি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ রহমান শিবলী মঞ্চে উঠে বিশেষ দিনে স্মরণ করেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা। তিনি এই সময়ে তার বক্তব্য দিতে গিয়ে বলেন নতুনভাবে শুরু হতে যাওয়া কিডস মিডিয়া দক্ষিণ এশীয় অঞ্চলের শিশুদের একই প্লাটফর্ম আনতে কাজ করে যাবে। শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কথা বিশ্বের কাছে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাবে।
আরিফ বলেন, ‘আগে শুধু বাংলাদেশে মহানগরীগুলোতে কাজ চালালেও কিডস মিডিয়া এইবার সব জেলার শিশু-কিশোরের জন্য কাজ করতে তার এক্সপার্ট টিম নিয়ে ছুটে যাবে, শিশু গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে। তবে বাংলাদেশে কিডস মিডিয়ার শাখা করার ইচ্ছে নেই বলে জানান দক্ষিণ এশীয় অঞ্চলের জনপ্রিয় এই খুদে গণমাধ্যম এক্সপার্ট।’
আরিফ বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, ‘দক্ষিণ এশীয় অঞ্চলের আমার দেখা সেরা শিশু বান্ধব সরকার হিসেবে অনেক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুকিশোরদের এমন প্রধানমন্ত্রী পাওয়ার সৌভাগ্য হয় না বলেও কিডস মিডিয়ার প্রধান তার বক্তব্যতে তুলে ধরেন। সরকার শিশুদের জন্য অনেক কাজ করছে যেটা শিশু কিশোররা জানছে না। কিডস মিডিয়া তার নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে টিভি অনুষ্ঠান, অনলাইন পত্রিকা, দৈনিক পত্রিকা চালু করবে যেখানে সব দায়িত্ব পালন করবে দক্ষিণ এশীয় অঞ্চলের প্রশিক্ষিত শিশু কিশোররা।পাশাপাশি শিশুদের কণ্ঠ সরকারের কাছে পৌঁছে দিতে আগের চেয়েও জোড়ালো ভূমিকা পালন করবে তার প্রতিষ্ঠান। কিডস মিডিয়া শিশু গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি খেলাধুলাতেও শিশুকিশোরদের জন্য আয়োজন করবে বেশকিছু ইভেন্ট। সব কাজ সরকারের একার নয়। নিজ নিজ দায়িত্ব সবাই পালন করলে অবশ্যই ভয়ভীতি মুক্ত দেশ শিশুকিশোরদের দেওয়া সম্ভব।’