চিৎকার করে কার্তিকের নাম কেন নিলেন সারা?

বিনোদন দুনিয়ায় এখন সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে নিয়ে নানা জল্পনা। মাত্র দুটো সিনেমা করেই তাক লাগিয়ে দিয়েছেন সারা। আর ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো হিট ছবি করে তরুণীদের চোখে হার্টথ্রুব কার্তিক। আর তাঁদের প্রেমের গল্পে মাতোয়ারা বলিপাড়া।
জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনেই সারা বলেছিলেন, হালের সেনসেশন কার্তিক তাঁর ক্রাশ, একান্তে সময় কাটাতেও রাজি। এরপর থেকেই এ দুজনকে নিয়ে চলছে নানা আলোচনা। আর তাঁদের অনস্ক্রিন জুটি বাঁধার খবরে উৎফুল্ল সিনেপ্রেমীরা।
প্রথমবারের মতো এ যুগলকে দেখা যাবে লেখক-পরিচালক ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল টু’ ছবিতে। কিন্তু শুটিং শুরু করতে না করতেই কয়েকদিন আগে তাঁদের চুমুর দৃশ্য ভাইরাল হয়। সেটের নানা দৃশ্য এখন নেটিজেনদের হাত ঘুরছে।
দিল্লিতে চলছে সারা-কার্তিকের ছবির শুটিং। এবার আরেকটি সেট ভিডিও অন্তর্জালে ভাইরাল হলো।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেটে কেউ একজন গান গাইছেন আর সারা ও কার্তিক প্রাণখুলে হাসছেন। এ সময় অতি-উত্তেজিত হয়ে পড়েন সারা। চিৎকার করে কার্তিক বলে ডেকে ওঠেন তিনি। আর হাস্যোজ্জ্বল কার্তিক সারার মুখ বন্ধ করার চেষ্টা করছেন।
সারা ও কার্তিকের আদুরে রসায়নে উচ্ছ্বসিত বি-টাউনের অনুরাগীরাও। বড়পর্দায় এ জুটির রোমান্স দেখতে তর সইছে না তাঁদের।
সারা ও কার্তিককে নিয়ে নানা আলোচনার মধ্যেই একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুজনের সঙ্গে আলাপ করিয়ে দেন ‘সিম্বা’ সহ-অভিনেতা রণবীর সিং। ওই সাক্ষাতের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছিল।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল টু’ বলিউডে সারার তিন নম্বর ছবি। সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা অভিষেক কাপুরের ‘কেদারনাথ দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তাঁর দ্বিতীয় সিনেমা ছিল রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’, যেটি ব্ক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ আজকাল’। প্রথম কিস্তিতে জুটি বেঁধেছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। ১০ বছর পর সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে, আর তাতে প্রধান চরিত্রে আছেন সাইফকন্যা।
কার্তিক আরিয়ানকে কিছুদিন আগে লক্ষণ উতেকারের ‘লুকাচুপি’ সিনেমায় দেখা গিয়েছে কৃতি শ্যাননের সঙ্গে। আগামীতে ‘লাভ আজকাল টু’ ছাড়াও ‘পতি পত্নী অর ওহ’ সিনেমায় কার্তিককে দেখা যাবে। এতে রয়েছেন নবাগত অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকার। সূত্র : বলিউড বাবল