হিন্দি গানে মঞ্চ কাঁপালেন জার্মান সুন্দরী

এই সেদিন ‘রেস থ্রি’ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও তাঁর মতো দেখতে জার্মানির জনপ্রিয় ইউটিউবার আমান্দা কার্নির সঙ্গে পোজ দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই ছবি ভাইরাল হয়েছিল। এবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হিন্দি গানে নেচে বলিপাড়া মাতালেন কার্নি।
সম্প্রতি বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ তাঁর ‘যমজ’ আমান্দা কার্নিকে মুম্বাই ভ্রমণের নিমন্ত্রণ করেন। জনপ্রিয় ইউটিউবার আমান্দা জ্যাকুর কথা রেখে মুম্বাইয়ে যান। দীর্ঘ সময় কাটান তাঁর ‘হারানো যমজের’ সঙ্গে।
কয়েক দিন আগে জ্যাকলিন ফার্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে আমান্দাকে ট্যাগ করে লিখেছিলেন, ‘আমি মনে করি, তোমার এখন মুম্বাই ভ্রমণে আসা দরকার।’ ওই পোস্টের পরের দিনই মুম্বাইয়ে অবতরণ করেন আমান্দা।
ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় আমান্দা, এই মাধ্যমে তাঁর ২৪ মিলিয়ন অনুসরণকারী রয়েছে।
জার্মান সুন্দরী আমান্দা যে শুধু বলি তারকাদের সঙ্গেই আনন্দে মেতেছেন, তা নয়। অংশ নেন মুম্বাইয়ের ইউটিউব ফ্যানফেস্টে। নেচে মঞ্চে আগুন ছড়ান কার্নি। বেছে নেন বলিউডের জনপ্রিয় গান ‘দিলবার’ ও ‘লাভযাত্রী’র ‘আঁখ লাড় জাভে’।
‘দিলবার’ গানে বেলি ড্যান্স দিয়ে ঝড় তুলেছিলেন নোরা ফাতেহি, এবার আমান্দা কার্নিও মঞ্চ কাঁপালেন।
জ্যাকলিন ফার্নান্দেজকে আগামীতে অ্যাকশনধর্মী সিনেমা ‘ড্রাইভ’-এ সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে। ‘ঝলক দিকলাজার’ নবম মৌসুমে বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে। এ ছাড়া সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক টু’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধবেন জ্যাকলিন। সূত্র : বলিউড বাবল