যৌন নিগ্রহের শিকার হন দঙ্গলকন্যা ফাতিমা
সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ চলচ্চিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান ফাতিমা সানা শেখ। ২০১৬ সালে নিতিশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা মুক্তির পর দঙ্গলকন্যা হিসেবে খ্যাতি তাঁর। বলিপাড়ার অন্যতম আলোচিত এ অভিনেত্রী জানালেন, ছোটবেলায় যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, সব চাকরির ক্ষেত্রেই যৌন নিগ্রহের ঘটনা ঘটে। তাঁর সঙ্গেও ঘটেছে।
গত বছর বলিউডে ঝড় তোলা যৌন নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফাতিমা বলেন, ‘এ ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে আমার। তবে আমার মনে হয়, শুধু চলচ্চিত্র শিল্পের মধ্যে এই আন্দোলনকে বেঁধে রাখা ঠিক নয়। কারণ, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই যৌন নিগ্রহ হয় এমন নয়, বরং সব চাকরির ক্ষেত্রেই ঘটে।’
“আমার সঙ্গে ঘটেছে অনেক আগে। এমন না যে ‘দঙ্গল’ করার সময় বা তার পরে হয়েছে। খুব অল্প বয়সে হয়েছিল। আমি কেন মুখ খুলছি না, তা জানতে উৎসুক মানুষ। কিন্তু সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। এ দেশের অনেক নারীই যৌন নিগ্রহের শিকার হয়েছেন। কিন্তু জনসমক্ষে সেসব নিয়ে প্রত্যেকে মুখ খুলবেন কি না, সে ব্যাপারে আমি নিশ্চিত নই,” বলেন ফাতিমা।
অনেক বিষয়েই খোলামেলা মত প্রকাশ করেন ফাতিমা সানা শেখ। কোন নির্মাতার সিনেমায় কাজ করতে মুখিয়ে আছেন? এমন প্রশ্নের জবাবে ফাতিমা বলেন, শ্রীরাম রাঘবন, সঞ্জয় লীলা বানসালি, বিশাল ভরদ্বাজ, জয়া আখতারসহ অনেকেই আছেন তাঁর প্রত্যাশার ঝুলিতে।
‘তাঁরা দারুণ সব সিনেমা নির্মাণ করেছেন। তাঁদের সঙ্গে কাজ করতে চাই,’ বলেন ফাতিমা।
ফাতিমার সর্বশেষ ‘থাগস অব হিন্দোস্তান’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। আগামীতে এ নায়িকাকে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে।