পয়লা বৈশাখে বালামকে নিয়ে এলআরবির প্রথম কনসার্ট
জনপ্রিয় ব্যান্ডদল এলআরবিতে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী বালাম। গান গাওয়ার পাশাপাশি গিটারও বাজাবেন তিনি।
এলআরবির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকার নিউ বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্তোরাঁয় ব্যান্ডে যুক্ত হওয়া নতুন সদস্য বালামকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এলআরবির সদস্যরা।
এলআরবিতে বালাম কেন? এমন প্রশ্নের উত্তরে এনটিভি অনলাইনকে এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘প্রথমত বালাম ভাই আমাদের কাছের মানুষ। তিনি অনেক ভদ্র মানুষও। যেমন ভালো গান করেন তেমনি গিটারও বাজান। ব্যান্ডদলে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন- এমন ব্যক্তিই আমাদের প্রয়োজন ছিল; যা বালাম ভাইয়ের মধ্যে আছে। সবমিলিয়ে তিনি ভালো প্যাকেজ।’
বালামকে নিয়ে প্রথম কনসার্ট কবে হবে, জানতে চাইলে শামীম আহমেদ বলেন, ‘তাঁকে নিয়ে প্রথম কনসার্ট আমরা পয়লা বৈশাখে করব ইনশা আল্লাহ। কোথায় করব সেটা এখনো চূড়ান্ত হয়নি।’
অন্যদিকে, বালাম বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাই লিজেন্ড। আইয়ুব বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট আমাকে কেউ ভাববেন না। এটা আমার অনুরোধ।’
এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু গত বছর ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এলআরবির বর্তমান লাইনআপে ভোকাল ও গিটারে আছেন বালাম, বেজ গিটারে স্বপন, গিটারে মাসুদ, ড্রামসে রিয়াদ এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছেন শামীম আহমেদ।