তাসকিনকে কীভাবে গ্রহণ করছে দর্শক?

খলনায়ক থেকে নায়ক হওয়া ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমানের ‘বয়ফ্রেন্ড’ ছবিটি আবারও প্রদর্শন শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। উত্তম আকাশ পরিচালিত ছবিটি গত মার্চ মাসের প্রথম সপ্তাহে দেশের তিন হলে মুক্তি পেয়েছিল। এ ছবির ক্ষেত্রে সবারই কৌতুহল ছিল তাসকিনকে ঘিরে। খলনায়ক থেকে নায়ক হিসেবে কি তিনি সাফল্য পাবেন?
কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হলের ব্যবস্থাপক দিলীপ বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘তাসকিনকে খল অভিনেতা হিসেবে দর্শক গ্রহণ করেছে। বাংলাদেশে খল অভিনেতা হিসেবে বেশ নামও করেছে। তবে নায়ক হিসেবে তাকে দর্শক গ্রহণ করছে না। নায়ক হিসেবে তাকে দর্শক গ্রহণ করেনি।’
দিলীপ আরো বলেন, ‘একটা সময় ছিল যখন দর্শক নতুন নায়কদের ছবি গ্রহণ করত। এখন দুয়েকজন শিল্পীর ছবি ছাড়া গ্রহণ করছেন না। একটা সময় দর্শক গল্প দেখে হলে আসত, এখন তারাকা শিল্পীদের ছবি দেখতে আসে। এই ছবিটি আরো ১০ বছর আগে মুক্তি পেলে হয়তো চলত।’
রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের টিকেট চেকার রহমান বলেন, ‘গতকাল থেকে দর্শক একেবারই কম। পোস্টার দেখেই দর্শক চলে যাচ্ছে। আসলে নতুন নায়কের ছবি, তাই কম চলছে।’
শ্যামলী সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ হাসান বলেন, ‘বাংলাদেশে খল অভিনেতা থেকে নায়ক হয়ে একমাত্র জসিম সাহেব নিজের অবস্থান তৈরি করেছিলেন। সেই হিসেবে তাসকিনকে নায়ক হিসেবে দর্শক গ্রহণ করছে না। আমাদের সিনেমা হলে ছবিটি ভালো চলছে না। ছবিটি নিয়ে দর্শকদের কাছে জানতে চাইলে যে মন্তব্য করছে তা মুখে বলা যায় না। পয়লা বৈশাখটা মাটি হয়ে গেল।’
‘বয়ফ্রেন্ড’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে নতুন নায়িকা সেমন্তী সৌমির। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে প্রযোজক সেলিম খানও অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন অমিত হাসান, সিবা শানু, আমান রেজা প্রমুখ।