এ বছর মুক্তি পাবে আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’

‘ঢাকা অ্যাটাক’ ছবির পর ‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে।
আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর হাতিরঝিলের ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে ছবিটি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা আরিফিন শুভ, তাসকিন রহমান, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদসহ সিনেমাটির সব শিল্পী ও কলাকুশলী।
‘মিশন এক্সট্রিম’-এর কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। সংবাদ সম্মলেনে সানী সানোয়ার বলেন, ‘দর্শক চাহিদার ওপর ভিত্তি করে সিনেমাটির গল্প বলার ধরন, অ্যাকশন দৃশ্য চিত্রায়ন এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা আমরা নিয়েছিলাম। গত ২০ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক মাস টানা সিনেমাটির শুটিং হয়েছে। চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে।’
সানী সানোয়ার আরো বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ ফোর্সের সদস্যদের পেশাদারত্ব, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য উপভোগ্য এবং জনপ্রিয় সিনেমা নির্মিত হলেও বাংলাদেশে তা নগণ্য। তাই, দর্শক চাহিদার ওপর ভিত্তি করে আমাদের দেশের স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে দ্বিতীয়বারের মতো এই সিনেমাটি আমরা নির্মাণ করছি।’
সিনেমাটির কাহিনীকার সানী সানোয়ার (পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ) পুলিশের স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তিনি তার পেশাগত (বাস্তব) জীবনের কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কাহিনী লিখেছেন বলে জানান।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনীকারও ছিলেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং সবশ্রেণির দর্শক কর্তৃক নন্দিত হয়। আর ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ টিমের দ্বিতীয় সিনেমা।