দ্বিতীয় সপ্তাহে আয় ১৫ হাজার কোটি টাকা
বিশ্বজুড়ে আগুন ঝরাচ্ছে মার্ভেল ফ্র্যাঞ্চাইজির ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’। রুশো সহোদর অ্যান্থনি ও জো রুশো পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও শেষ ছবি এটি। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক বক্স অফিসেও কয়েকটি রেকর্ড ভেঙেছে এ সিনেমা।
আন্তর্জাতিক বক্স অফিসে এ পর্যন্ত ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’ সংগ্রহ করেছে দুই বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এখন বিশ্বজুড়ে জল্পনা, তবে কি ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে দেবে এ সিনেমা? ‘অ্যাভাটার’ আয় করেছিল ২.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’ এরই মধ্যে আয় করেছে ১.৮২ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকার বেশি (এক ডলার সমান ৮৪ টাকা হিসাবে)। মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে মাত্র। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘অ্যাভাটার’ ও ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওকেনস’-এর রেকর্ড ভেঙে দেবে এ ছবি, দ্বিতীয়টি আয় করেছিল ২.০৭ বিলিয়ন মার্কিন ডলার।
ভারতের বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, শুধু তাঁদের দেশেই এ ছবি আয় করবে ৪০০ কোটি রুপির বেশি।
এই ছবিতে টনি স্টার্কের ভূমিকায় রয়েছেন রবার্ট ডাউনি, থোরের ভূমিকায় ক্রিস হেমসওর্থ, হাল্কের ভূমিকায় মার্ক রাফালো, ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় ক্রিস ইভানস, ব্ল্যাক উইডোর ভূমিকায় স্কারলেট জোহানসন, ডক্টর স্ট্রেঞ্জের ভূমিকায় বেনেডিক্ট কাম্বারব্যাচ, ওয়ার মেশিনের ভূমিকায় ডন চ্যাডেল, নেবুলার ভূমিকায় ক্যারেন গিলান, থানোসের ভূমিকায় জোশ ব্রুলিন, পিপার পটসের ভূমিকায় গিনিথ পালট্রো, শুরির ভূমিকায় লেটিশিয়া রাইট, নিক ফিউরির ভূমিকায় স্যামুয়েল এ জ্যাকসন, হকেয়ির ভূমিকায় জেরেমি রেনার, অ্যান্ট-ম্যানের ভূমিকায় পল রাড, হ্যাপি হোগানের ভূমিকায় জন ফেবরু, ক্যাপ্টেন মার্ভেলের ভূমিকায় ব্রি লারসন ও ভালকিরির ভূমিকায় রয়েছেন তেসা থম্পসন।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২২ নম্বর ছবি ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’। ছবিতে রয়েছে হাল্ক, থোনস গমোরা, ক্যাপ্টেন আমেরিকাসহ হাজারো চরিত্র। যাঁরা ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার’ দেখেছিলেন, তাঁদের মধ্যে ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’ নিয়ে আগ্রহ আকাশছোঁয়া। এটিই অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ। সূত্র : ইন্ডিয়া টুডে