Beta

‘বান্ধব’ থেকে বাদ পড়েছে যৌনপল্লির দৃশ্য

১২ মে ২০১৯, ২০:৪৪

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্র ‘বান্ধব’। তবে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে যৌনপল্লির দৃশ্য।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘গত মঙ্গলবার আমরা ছবিটির সেন্সর ছাড়পত্র পাঠিয়েছি।ফেব্রুয়ারিতে ছবিটি  আমরা দেখেছিলাম। তারপর যৌনপল্লির দৃশ্যসহ কিছু দৃশ্য বাদ দিতে বলি। আমাদের কথামত কিছু দৃশ্য বাদ দিয়ে  ছবিটি আবারও নিয়ে আসেন পরিচালক। তারপর আমরা ছবিটির ছাড়পত্র দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিই। এটি  ভালো মানের চলচ্চিত্র বলে আমার মনে হয়েছে। গল্প নির্ভর ছবিটি গোছানো ভাবে উপস্থাপন করা হয়েছে।’

খসরু আরো বলেন, ‘আসলে আমরা সব সময় জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র দেখতে চাই। আমাদের সমাজে অনেক কিছুই ঘটে যা সরাসরি চলচ্চিত্রের মধ্যে তুলে আনা যায় না বা দেখানো যায় না।  প্রতীকী ভাবে আমরা সেটা বলতে পারি। এই ছবিতে এ রকম কিছু আছে।’

ছবিটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্র। পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন ম ম রুবেল।  অভিনয় করেছেন সুমিত, মৌ খান, গাজী রাকায়েত, রেবেকা, জয় রাজ প্রমুখ।

ছবির সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। মুনসী ওয়াদুদ ও সুদীপ কুমার দীপের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলি আফরোজ, চৈতি মুৎসুদ্দি প্রমুখ।

গত বছর ফেব্রুয়ারিতে গাজীপুরের জয়দেবপুরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর হোতাপাড়া, পূবাইল, রূপগঞ্জ, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে।

Advertisement