ব্যর্থতার পর বলিউড ছাড়লেন আনুশকা?

২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মার সর্বশেষ সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তাঁর সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর।
আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে আরো অভিনয় করেছিলেন সুপারস্টার শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। মুক্তির আগে বেশ শোরগোল তুললেও পরে বক্স অফিসে সুপারফ্লপ হয়।
২০১৮ সালে ওই সিনেমা মুক্তির পর আর কোনো নতুন ছবিতে চুক্তিও করেননি আনুশকা শর্মা। বি-টাউনে এরই মধ্যে জোর গুঞ্জন, অভিনয় জীবনের ইতি টানার পরিকল্পনা করছেন এ নায়িকা। যা হোক, অবশেষে লাইমলাইট থেকে দূরে থাকাসহ সব গুঞ্জনের জবাব দিলেন ৩১ বছর বয়সী অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেছেন, ‘আমার মনে হয়, অভিনেতা হিসেবে ক্যারিয়ারে আমি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে সময় পূরণ করার জন্য সিনেমায় চুক্তি বা কোনো কিছুই করার প্রয়োজন নেই।’
২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আনুশকা শর্মার। এই অভিনেত্রী আরো বলেন, গেল তিন বছরে তিনি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন, যেগুলো গুরুত্বপূর্ণ। এক বর্ষপঞ্জিকায় রয়েছে তাঁর ‘পরি’, ‘সুই ধাগা’ ও ‘জিরো’ সিনেমা। তাঁর মতে, প্রতিটি সিনেমাতেই তাঁর ভূমিকা ব্যতিক্রম।
২০১৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মসের যাত্রা শুরু করেন ‘জিরো’ অভিনেত্রী। নিজের ‘এনএইচটেন’ ছবির সহপ্রযোজক ছিলেন। অতীতে নিজের কাজ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘আমার পেছনে তাকানোর মতো সামর্থ্য আছে, জানি আগে কী করেছি। এ পর্যন্ত যা করেছি, সেসব নিয়ে আমি সন্তুষ্ট। আমি সব সময়ই খুঁতখুঁতে ছিলাম এবং ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা ও নিজের চরিত্র নির্বাচন করেছি।’
‘রব নে বানা দি জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘বদমাশ কোম্পানি’, ‘লেডিস ভার্সেস রিকি বেহল’, ‘দিল ধাড়কানে দো’, ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘সুই ধাগা’, ‘পিকে’ ও সর্বশেষ ‘জিরো’ সিনেমায় কাজ করেছেন আনুশকা শর্মা। সূত্র : ইন্ডিয়া টুডে