ঈদে পর্দায় ‘মোরগ লড়াই’দেখবেন দর্শক
দেশের ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ টেলিছবি ‘দোস্ত দুশমন’। নির্মাণ করেছেন সহিদ উন নবী। মূল গল্প ভাবনাও তাঁর।
যৌথভাবে ছবিটির চিত্রনাট্য করেছেন শিহাব মাছুম ও নবী নিজেই। এই টেলিছবির মাধ্যমে দর্শক মোড়গ লড়াই সম্পর্কে জানতে পারবেন বলে জানান নির্মাতা।
সহিদ উন নবী বলেন, ‘আমরা সবসময় প্রেম, কমেডি ও পারিবারিক গল্পের নাটক দেখে অভ্যস্ত। এর বাইরে খুব কম নাটক কিংবা টেলিছবি নির্মাণ করি আমরা। দোস্ত দুশমন টেলিছবিতে দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’
সহিদ উন নবী আরো বলেন, ‘দুই বছর আগে এ গল্পটি মাথায় আসে। এরপর বিভিন্নভাবে মোরগ লড়াই তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য সাজাই। ঢাকার বসিলায় পাঁচতলা একটি বাড়িতে ২০ বছর ধরে লড়াইয়ে অংশ নেওয়া মোরগ পালেন এক ব্যক্তি। এই মোরগগুলো বিভিন্ন জেলায় মোরগ লড়াইয়ে অংশ নেয়। সেখান থেকে ৪০টি মোরগ এনে শুটিং করেছি।’
‘দোস্ত দুশমন’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও মিশু সাব্বির। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভা, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট প্রমুখ।
টেলিছবির গল্প প্রসঙ্গে সহিদ উন নবী বলেন, ‘এর মূল গল্প মোরগ লড়াই নিয়ে। সজল ও মিশু দুজনার গলায় গলায় বন্ধুত্ব একটা সময় ভেঙে যায়। মোরগ লড়াইয়ের মাধ্যমে আবার তাদের বন্ধুত্বের সম্পর্ক নতুন মোড় নেয়।’
রাজধানীর সূত্রাপুর, বসিলা, গেণ্ডারিয়ার, লালবাগের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা নবী। বঙ্গের প্রযোজনায় আসন্ন ঈদে টেলিছবিটি এনটিভিতে প্রচারিত হবে।