ঈদের দ্বিতীয় দিনে এনটিভির আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। চলুন জেনে নিই, আগামীকাল ঈদের দ্বিতীয় দিনে কী কী অনুষ্ঠান থাকবে এনটিভির পর্দায়।
কমেডি শো ‘রঙ্গ ব্যঙ্গ’
রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে কমেডি শো ‘রঙ্গ ব্যঙ্গ’। উপস্থাপনা করেছেন হাসান মাসুদ। প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। অংশগ্রহণ করেছেন হা সো সিজন ৩ ও ৪-এর শ্রেষ্ঠ বিজয়ীরা।
নির্বাচিত নাট্য সপ্তক
‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাতদিন’ নাটকটি রাত ৯টায় প্রচারিত হবে। লিখেছেন নূর সিদ্দিক। পরিচালনা করেছেন তুহিন হোসেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পূর্ণিমা, ইরেশ যাকের প্রমুখ।
বাংলা ছায়াছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’
রাত ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। পরিচালনা করেছেন সোহানুর রহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, আহমেদ শরীফ, রাজিব, আবুল হায়াত প্রমুখ।
বিশেষ টেলিফিল্ম ‘২২ শে এপ্রিল’
২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘২২ শে এপ্রিল’। এটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, মেহজাবিন, দীপা খন্দকার, নাবিলা, তানজিন তিশা, মনোজ কুমার, শহিদুজ্জামান সেলিম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
কমেডি অনুষ্ঠান ‘আজব খেলা’
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে কমেডি অনুষ্ঠান আজব খেলা। প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। এতে অংশগ্রহণ করেছেন নায়ক ফারুক, রাজনীতিক জোনায়েদ সাকি, প্রাণ রায়, মুন্না ও শামীম।
ধারাবাহিক নাটক ‘রং চা’
৬টা ১০ মিনিটে ‘রং চা’-এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে। লিখেছেন এজাজ মুন্না। পরিচালনা করেছেন অসীম গোমেজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’
৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সৌদি গোলাপ-এর দ্বিতীয় পর্ব। লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।
ইতি তোমার হিচকক
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ইতি তোমার হিচকক’। নাট্যরূপ দিয়েছেন শাহজাহান সৌরভ। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, মাহা প্রমুখ।
সঙ্গীতানুষ্ঠান ‘অনলাইন ভাইব্রেশন’
রাত ৯টায় প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান অনলাইন ভাইব্রেশন। প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করেছেন নীল। অংশগ্রহণ করেছেন মাহতিম সাকিব ও ডোরা।
ধারাবাহিক নাটক ‘মতলব’
রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মতলব’-এর দ্বিতীয় পর্ব। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এনি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ।
নাটক শিশির বিন্দু
১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক শিশির বিন্দু। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী মিডি। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা,শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, আহসানুল হক মিনু প্রমুখ।