ঈদের চতুর্থ দিনে এনটিভির আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। চলুন জেনে নিই, ঈদের চতুর্থ দিনে কী কী অনুষ্ঠান থাকবে এনটিভির পর্দায়।
বাংলা ছায়াছবি ‘টাকা’
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘টাকা’। পরিচালনা করেছেন শহিদুল ইসলাম খোকন। এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, আলমগীর, সোহেল রানা, হুমায়ূন ফরিদী, সুচরিতা প্রমুখ।
টেলিফিল্ম ‘মোহজাল’
দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘মোহজাল’। লিখেছেন বদরুল আলম সৌদ। পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, শবনম ফারিয়া, শামীমা নাজনীন প্রমুখ।
হৈমন্তী শুক্লার একক সঙ্গীতানুষ্ঠান
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে হৈমন্তী শুক্লার একক সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আকাশ’ এর দ্বিতীয় পর্ব। উপস্থাপনা করেছেন নাহিদ আফরোজ সুমি। প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।
ধারাবাহিক নাটক ‘রং চা’
৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘রং চা’ এর চতুর্থ পর্ব। এজাজ মুন্নার রচনায় এটি পরিচালনা করেছেন অসীম গোমেজ।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’
৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সৌদি গোলাপ’ ধারাবাহিক নাটকের চতুর্থ পর্ব। লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।
বিশেষ নাটক ‘খুব গোপনে’
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক খুব গোপনে । রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আবীর মির্জা, মিলি বাশার, ফুয়াদ প্রমুখ।
বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অনলাইন ভাইব্রেশন’
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অনলাইন ভাইব্রেশন’। প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা করেছেন নীল এইচ জাহান। অংশগ্রহণ করেছেন আরমান আলিফ, কুঁড়েঘর ও গান ফ্রেন্ডস।
ধারাবাহিক নাটক ‘মতলব’
রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘মতলব’-এর চতুর্থ পর্ব। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এনি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ।
বিশেষ নাটক ‘শরীফের কথা’
১১টা১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক শরীফের কথা। আফরান নিশোর গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন প্রমুখ।