সালমানের সিনেমা ২০০ কোটির ঘরে

মুক্তির ১৪ দিন পরে অবশেষে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা প্রথম সপ্তাহেই শতকোটির ক্লাবে প্রবেশ করে। দ্বিতীয় সপ্তাহে বক্স অফিস সংগ্রহ কমতে থাকে।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে বক্স অফিস সংগ্রহ জানিয়েছেন। লিখেছেন, বক্স অফিসে ডাবল সেঞ্চুরি করল ‘ভারত’। অতিক্রম করল ২০০ কোটির ঘর। উত্তর ভারতে ভালো চললেও অন্য এলাকাগুলোতে আয় কমেছে। [সপ্তাহ ২] শুক্রবার ৪.৩০ কোটি, শনিবার ৬.৩৭ কোটি, রোববার ৬.১৯ কোটি, সোমবার ২.৬৩ কোটি, মঙ্গলবার ২.৩২ কোটি; মোট : ২০১.৮৬ কোটি (ইন্ডিয়া বিজ)।
#Bharat scores double century at the BO... Crosses ₹ 200 cr mark... Is best in North, although biz has slowed down in other circuits... [Week 2] Fri 4.30 cr, Sat 6.37 cr, Sun 6.19 cr, Mon 2.63 cr, Tue 2.32 cr. Total: ₹ 201.86 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) June 19, 2019
তবে ২০০ কোটির মাইলফলক ছুঁতে ‘ভারত’-এর সময় লেগেছে বেশি। এর আগে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’ এর চেয়ে কম সময়ে এ মাইলফলক অতিক্রম করেছিল। দুটো সিনেমারই পরিচালক আলি আব্বাস জাফর, প্রথম সপ্তাহে দুটোই ২০০ কোটির ঘরে প্রবেশ করেছিল। তা ছাড়া শতকোটির ক্লাবে পৌঁছাতে ওই ছবি দুটির সময় লেগেছিল তিন দিন, আর ‘ভারত’-এর লেগেছে এবার চার দিন।
#Bharat biz at a glance...
Week 1: ₹ 180.05 cr [extended Week 1 of 9 days]
Week 2: ₹ 21.81 cr [till Tue]
Total: ₹ 201.86 cr
India biz.
HIT.— taran adarsh (@taran_adarsh) June 19, 2019
ঈদুল ফিতর উপলক্ষে গত ৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরে এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হলো সালমানের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত এ সিনেমায়।
সালমানের ক্যারিয়ারে মুক্তির দিনে ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয় করা সিনেমা ‘ভারত’। আর চলতি বছরে অন্য সিনেমাগুলোর তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ। সূত্র : হিন্দুস্তান টাইমস