Beta

মনোজ ও সারিকার ‘তোমায় পাবো কি’

১৯ জুলাই ২০১৯, ১৮:১৩ | আপডেট: ১৯ জুলাই ২০১৯, ১৮:১৬

ফিচার ডেস্ক

মনোজ কুমার ও সারিকা জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। রোমান্টিক নাটকটির নাম ‘তোমায় পাবো কি’।

মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফজলুল সেলিম। এনটিভিতে আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। এখানে আদনান চরিত্রে মনোজ ও সুহা চরিত্রে সারিকাকে দেখা যাবে। এতে আরো অভিনয় করেছেন সাজ্জাদ সাজু, সুবর্ণা মজুমদার, আবুল বাশার প্রমুখ।

‘তোমায় পাবো কি’র গল্পে দেখা যাবে, গ্রাম থেকে সুহা শহর চলে আসে আদনানের কাছে বিয়ে করার জন্য। আদনান এই বেকার সময়ে সুহাকে কোনোভাবে বিয়ে করতে চায় না। সুহার কথা, তাকে বিয়ে না করলে যেকোনো সময় ওর বাবা ওকে বিয়ে দিয়ে দেবে। আদনান বাধ্য হয়ে সুহাকে বিয়ে করে। তারপর সুহাকে গ্রামে পাঠিয়ে দেয়, সুহাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে সুহা বলবে, আমি আদনানকে বিয়ে করে ফেলছি। বিয়ের কিছুদিন পর আদনান গ্রামে যায় এবং লুকিয়ে লুকিয়ে দেখা করে। কয়েক দিন পর সুহার কোনো খোঁজ পাওয়া যায় না। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

Advertisement