Beta

সুস্মিতার সাবেক প্রেমিকের প্রেমে মজেছেন হুমা!

১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩

অনলাইন ডেস্ক
পরিচালক আজিজের সঙ্গে হুমার প্রেমের গুঞ্জন। ছবি : সংগৃহীত

না, আর লুকোচুরি খেলতে ভালো ঠেকছে না। তিনি এখন আর সিঙ্গেল নন। তবে কার প্রেমে মজলেন ‘বদলাপুর’ তারকা হুমা কুরেশি? বি-টাউনের অলিতে-গলিতে হুমার প্রেম নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে!

বলিউডে জোর গুঞ্জন, সারা আলি খান ও কার্তিক আরিয়ানের পর নতুন যুগলের সন্ধান পাওয়া গেছে। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী হুমা কুরেশি চুটিয়ে প্রেম করছেন বিখ্যাত পরিচালক মুদাশ্বর আজিজের সঙ্গে, আগে যাঁর সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের প্রেমের গুঞ্জন ছিল। শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই গোপনে প্রেম চলছিল, সম্প্রতি প্রকাশ্যে এনেছেন।

‘দুলহা মিল গ্যায়া’, ‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’, ‘পতি পত্নী অউর ওহ’র মতো সিনেমার পরিচালক মুদাশ্বর আজিজ।

দীর্ঘদিন প্রেমের গুঞ্জন চললেও গত ৫ সেপ্টেম্বর মুদাশ্বরের জন্মদিনে প্রকাশ্যেই ভালোবাসার কথা জানান ‘জলি এলএলবি টু’ অভিনেত্রী হুমা কুরেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুদাশ্বরের ছবি পোস্ট করে লেখেন, ‘সাত সমুদ্রের পাড় থেকে ভালোবাসা পাঠালাম। হাসিখুশি থেক। তুমি জানোই না, তোমাকে কতটা ভালোবাসি।’

ভালোবাসার ইমোকন জুড়ে দিয়ে পরিচালক মুদাশ্বর আজিজও মনেপ্রাণে গ্রহণ করেছেন হুমার কুরেশির মোহময় বার্তা। উত্তরে লিখেছেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবানদের একজন! তোমার ভালোবাসা যে কী উষ্ণ, তা বলে বোঝাতে পারব না। সত্য হয়ে থেক! অনেক ভালোবাসি তোমাকে।’

এক দশক আগে সাবেক বিশ্বসুন্দরী, অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুদাশ্বর আজিজের। ডিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজ বলেছিলেন, লোকে যখন সুস্মিতাকে নিয়ে তাঁর সম্পর্কে কিছু বলে তখন কোনো প্রতিক্রিয়া দেখান না তিনি। কারণ, সেসবে ‘ভালো স্বাদ’ পান তিনি। কিন্তু এসব শুনে নাকি তাঁর মা-বাবা অস্বস্তিবোধ করতেন।

মুদাশ্বর আজিজ এখন ‘পতি পত্নী অউর ওহ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ১৯৭৮ সালে একই নামে ছবিটি মুক্তি পায়। রিমেকে দেখা মিলবে কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে ও ভূমি পেড়নেকারকে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Advertisement