Beta

এবার ‘তেরে নাল’ গেয়ে ভাইরাল ছোট্ট মেয়ে

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২

অনলাইন ডেস্ক
গান গাইছে ভাইরাল হওয়া খুদে শিল্পী। ছবি : সংগৃহীত

রানাঘাটের সেই রানু মণ্ডলের গানে এখনো বুঁদ হয়ে আছে সংগীতপ্রেমীরা। আর এরই মধ্যে গান গেয়ে ভাইরাল হয়েছে ছোট্ট এক মেয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, কলকাতার রানাঘাট স্টেশনে গান গাওয়া রানু মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে রাতারাতি তারকা বনে যান। স্টেশন থেকে রানুর ঠাঁই হয় বলিউড অঙ্গনে। তাঁর গানের প্রশংসায় এখন পঞ্চমুখ তারকারা।

এবার ইউটিউবে ভাইরাল হয়েছে ছোট্ট একটি মেয়ের দারুণ এক গান। লোকসংগীতে পটু ওই মেয়ের গানের গলা বড় বড় শিল্পীর সঙ্গে তুলনা করছে অন্তর্জালবাসী।

দেখুন ভিডিওতে :

ইউটিউবে শুভ মালভিয়া নামের একটি চ্যানেল থেকে ওই মেয়েটির গান আপলোড করা হয়। গানটি এ পর্যন্ত ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। আর মন্তব্যের ঘরে খুদে এই শিল্পীর প্রশংসায় মেতে উঠেছেন নেটিজেনরা।

একজন লেখেন, ওর কণ্ঠ আমার হৃদয় ছুঁয়েছে। আরেক নেটিজেন লেখেন, তাঁর আগামী গানগুলোর জন্য অপেক্ষা করছি। অনেকেই তাঁকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও অ্যাকাডেমিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্তব্য করেছেন।

তবে মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, অসাধারণ গায়কির ওই মেয়ের সংগীতজীবনের পরবর্তী ধাপগুলো কেমন হয়।

Advertisement