আবারও নাচলেন প্রিয়াঙ্কা (ভিডিওসহ)

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত-অনুসারী অগণিত। পর্দায় কিংবা পর্দার বাইরে তাঁর উপস্থিতি মানেই যেন সবার নড়েচড়ে বসা। আবেদনময়ী এই অভিনেত্রী বর্তমানে তাঁর অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ছবির প্রচারে প্রিয়াঙ্কা এখন ভারতের বিভিন্ন স্থানে যাচ্ছেন। সম্প্রতি তিনি ভারতের খ্যাতিমান গায়ক ফাল্গুনী পাঠকের সঙ্গে নবরাত্রির একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ঐতিহ্যবাহী গারবা ও ডান্ডিয়া নাচ পরিবেশন করেন। এ সময় তাঁর সঙ্গে অভিনেতা রোহিত সারাফকেও দেখা যায়। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।
ভিডিওটি এই পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। এটি লাইক সংগ্রহ করেছে ১৫ হাজারেরও বেশি। নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন লেখেন, ‘অসাধারণ!’ আরেকজন লেখেন, ‘দারুণ নাচ।’
প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিটি ১১ অক্টোবর মুক্তি পাবে। ছবিটি স্বল্প বয়সে পালমোনারি ফিব্রোসিস রোগে আক্রান্ত আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে তিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন।
ছবিটিতে আরো অভিনয় করেছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, যিনি সম্প্রতি অভিনয় করাকে ‘ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ আখ্যা দিয়ে বলিউড ছাড়ার ঘোষণা প্রদান করে আলোচনায় আসেন। এ ছাড়া ছবিটিতে তারকা নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফকে অভিনয় করতে দেখা যাবে। ২০১৬ এর পরে এটিই বলিউডে প্রিয়াঙ্কার প্রথম ছবি।
সম্প্রতি নিজের মা সম্পর্কে গণমাধ্যমে খোলামেলা আলোচনা করেন এই অভিনেত্রী। তিনি জানান, মা অদিতির সঙ্গে তাঁর ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাঁরা দুজনে প্রায়ই একসঙ্গে পার্টি করেন, কনসার্টে যান, ঘুরে বেড়ান। বয়ফ্রেন্ড থেকে শুরু করে স্বামী—প্রিয়াঙ্কার জীবনের যাবতীয় ব্যাপার তাঁর মা জানেন।