নেচে ভাইরাল শ্রাবন্তী (ভিডিওসহ)
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/17/photo-1571293221.jpg)
উচ্ছল, প্রাণবন্ত হিসেবে বেশ পরিচিতি আছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। যেকোনো আসর একাই মাতিয়ে রাখতে জানেন কলকাতার বাংলা ছবির এই নায়িকা। সম্প্রতি তাঁর দারুণ নাচের এক ভিডিও ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন থেকে জানা যায়, এবারের দুর্গাপূজায় দারুণ মজা করেছেন শ্রাবন্তী। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন, সবার সঙ্গে আনন্দ করেছেন। শ্রাবন্তী মণ্ডপে যাবেন আর নাচবেন না, তা কী করে হয়! রীতিমতো জমিয়ে নেচেছেন তিনি।
সিঁদুর পরিহিত শ্রাবন্তীর সঙ্গে এ সময় আরো বেশ কয়েকজন নারীকে নাচতে দেখা যায়। দুর্দান্ত নাচের ওই ভিডিওটি এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এই পর্যন্ত তিন লাখ ৪৮ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওটিতে লাইক সংগ্রহ করেছে ২২ হাজারেরও বেশি। এ ছাড়া এটি শেয়ার হয়েছে সাতশরও বেশিবার।
দেখে নেওয়া যাক তাঁর দারুণ ওই নাচের ভিডিওটি :
সম্প্রতি আরেক টালিউড অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে দশমীতে সিঁদুর খেলতে দেখা যায় শ্রাবন্তীকে। এ সময় তাঁদের সঙ্গে শ্রাবন্তীর স্বামী রোশন সিং ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও দেখা যায়।
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে প্রেম করেন শ্রাবন্তী। বিয়েও করেন তাঁরা। তবে এ বছরের জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। পরে রোশনকে বিয়ে করেন।