পূজার পর দীপাবলিতেও নুসরাতের আয়োজন (ভিডিওসহ)

মুসলিম পরিবারের সন্তান টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তবে বিয়ে করেছেন অন্য ধর্মালম্বী নিখিল জৈনকে। সংসদ সদস্য হওয়ার পর সিঁদুর পরে সংসদে হাজির হয়ে সমালোচনার শিকার হয়েছিলেন। এর পর সনাতন ধর্মের একাধিক ধর্মীয় অনুষ্ঠানে হাজির হওয়ায় সমালোচনা বেড়েছে আরো। এতকিছুর মধ্যেই এবার সনাতন ধর্মের আরেক উৎসব দীপাবলিকে সামনে রেখে কর্মসূচি পালন করলেন নুসরাত।
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা যায়, দীপাবলিতে উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। হৈ-হুল্লোড়, আতশবাজি উৎসবের পাশাপাশি চলে নতুন জামা-জুতো কেনার ধুম। কিন্তু যেসব শিশু রাস্তায় থাকে, তাদের জীবনে দীপাবলি অন্য দিনগুলোর মতোই। অসহায় সেসব শিশুর সহায় হলেন নুসরাত।
দীপাবলি উপলক্ষে আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলেন নুসরাত। আর আনন্দের অংশীদার হিসেবে তিনি বেছে নেন পথশিশুদের। গত বুধবার রাতে কলকাতা শহরের কোনো একটি স্থানে গিয়ে পথশিশুদের উপহার বিলি করেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন।
পথশিশুদের উপহার তুলে দেওয়ার সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন নুসরাত। কেবল শিশুদের জন্যই নয়, নারীদের হাতেও উপহার হিসেবে শাড়ি তুলে দেন এই দম্পতি। একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব উপহার তুলে দেন তাঁরা।
ধর্ম অবমাননার দায়ে এর আগে নুসরাতের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছিল। তবে এর জবাবে নুসরাত জানিয়েছিলেন, একজন ভারতীয় হিসেবে তিনি সব ধর্মকে সম্মান করেন।