তিন দিনে আয় ১৫২ কোটি

বক্স অফিসে দুর্দান্ত শুরু তামিল সুপারস্টার বিজয়ের নতুন চলচ্চিত্র ‘বিগিল’-এর। চলতি বছরে মুক্তির দিনে সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। বক্স অফিস সূত্রমতে, প্রথম দিন এ ছবি সংগ্রহ করে ৫৫ কোটি রুপি। আর মাত্র তিন দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ১৫০ কোটির বেশি।
‘বিগিল’ ছবির বাজেটও বিপুল। এ ছবি নির্মাণে খরচ করা হয়েছে ১৮০ কোটি রুপি। সেই হিসাবে শুরুটাও দারুণ। বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে এ ছবি আয় করবে ২০০ কোটি রুপি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মাত্র তিন দিনে এ ছবি শতকোটির ক্লাব ছোঁয়। এখনো প্রেক্ষাগৃহগুলোর টিকেটের জানালায় ভিড় রয়েছে। একাধিক প্রতিবেদন বলছে, বিজয় অভিনীত ‘বিগিল’ বিশ্বব্যাপী ১৫২.৩০ কোটি রুপি আয় করেছে।
'@Ags_production's #Bigil Grossed ₹152.30 Crore Globally in 3 Days.
Domestic Update: https://t.co/usB0Qm8qiY
Overseas Update: https://t.co/qGDeFDfYCO pic.twitter.com/bAigH0r87I
— Cinetrak (@Cinetrak) October 28, 2019
এর আগে হিন্দুস্তান টাইমসকে বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ বলেন, “প্রথম দিন ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছে ‘বিগিল’। সোমবার তামিলনাড়ুতে ছুটির দিন। আমরা আশা করছি, সহজেই এ ছবি ২০০ কোটির ক্লাবে ঢুকবে। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেছে এ ছবি।”
চেন্নাই শহরে ভালো সংগ্রহ করছে ‘বিগিল’। চার দিনে এ ছবি সংগ্রহ করেছে ৬.৯৮ কোটি রুপি। থিয়েটারগুলোতে এখনো দর্শকের ভিড় লক্ষ করা যাচ্ছে।
1.72 CR Chennai City gross on Monday for #Bigil.. The incredible holds continue : 6.98 CR gross in the opening 4 days (1.79+1.73+1.74+1.72)
— Kaushik LM (@LMKMovieManiac) October 29, 2019
‘থেরি’ ও ‘মার্সাল’-এর পর তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন পরিচালক অ্যাটলি ও বিজয়। ছবিটি প্রযোজনা করেছে এজিএস এন্টারটেইনমেন্ট। গত শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্বব্যাপী চার হাজার প্রেক্ষাগৃহে এ ছবি মুক্তি পায়।
‘বিগিল’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার বিজয়। একটি চরিত্রে ফুটবল কোচের ভূমিকায় রয়েছেন। এ ছবির ফুটবল স্টেডিয়াম অংশের শুটিংয়ে ব্যয় করা হয়েছে ছয় কোটি রুপি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। বিজয় ছাড়াও এতে অভিনয় করেছেন নয়নতারা, কাঠির, যোগী বাবু, জ্যাকি শ্রফ ও বিবেক।