স্বাধীনতা দিবসের নাটকে জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। খণ্ডনাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি। এটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ছবিতে অতশী চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে এরইমধ্যে খ্যাতি অর্জন করেছেন জ্যোতি। কখনো তিনি হয়েছেন কাজী নজরুল ইসলামের নায়িকা। আবার কখনো তিনি হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকা।
আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জ্যোতিকা জ্যোতি একটি খণ্ডনাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন হুসনে মোবারক রুমি। নাটকটির
নির্মাণকাজ শেষ হলেও নাম এখনো ঠিক হয়নি।
নাটকটি প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি এনটিভি অনলাইনকে বলেন, ‘এই নাটক আমার করা সেরা নাটকগুলোর মধ্যে একটি। এখানে কাজ করে আমি নিজেই অনেক খুশি। আশা করি দর্শকদেরও নাটকটি অনেক ভালো লাগবে।’
স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত নাটকটির শুটিং ধামরাইয়ে করা হয়েছে বলে জানান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।