অপূর্ব শখের ‘দ্য ব্রেক আপ’
অপূর্ব ও শখের পর্দার সখ্য অনেক পুরনো। বাস্তবেও তাঁরা অনেক ভালো বন্ধু।
পর্দার রসায়ন জমাতে কখনো তাঁরা প্রেম করছেন। আবারও কখনো ব্রেকআপও করছেন। ‘দ্য ব্রেক আপ’ নাটকে তাদের প্রেম হয় নাকি ব্রেকআপ, সেটা দেখার জন্য আসছে পয়লা বৈশাখ পযর্ন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ‘দ্য ব্রেক আপ’ নাটকে তাদের সঙ্গে রয়েছেন ডি জে সনিকা।
তাহলে কি এটা ত্রিভুজ প্রেমের গল্প? এ নিয়ে অবশ্য মুখ খোলেননি নাটকটির পরিচালক মেহেদী হাসান জনি। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘গল্পটি অনেক আধুনিক। উত্তরায় আমরা দুই দিন বিভিন্ন লোকেশনে কাজ করেছি। অপূর্ব, শখ, সনিকা- তাঁরা তিনজনেই অনেক ভালো কাজ করেছেন।’
অভিনেতা অপূর্ব বলেন, ‘আশা করি নাটকটি দেখে দর্শকরা অনেক উপভোগ করবেন। নাটকটির নির্মাণশৈলী চমৎকার হয়েছে।’
আসছে পয়লা বৈশাখে ‘দ্য ব্রেক আপ’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক মেহেদী হাসান জনি।