‘ঢাকা অ্যাটাকে’র গুরুত্বপূর্ণ চরিত্রে আফজাল হোসেন
এবার ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে যুক্ত হলেন শক্তিমান অভিনেতা আফজাল হোসেন। আজ থেকে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে স্থাপিত ডিএমপি কন্ট্রোল রুমের সেটে শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবির পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, অভিনেতা আফজাল হোসেন ডিএমপি কমিশনারের চরিত্রে অভিনয় করবেন।
পরিচালক দীপন এনটিভি অনলাইনকে বলেন, ‘একটা সিটিতে যখন কোনো পুলিশি অভিযান পরিচালনা করা হয় তাঁর মূল পরিচালক থাকেন ডিএমপি কমিশনার। আর এই ছবিতে পুলিশের বড় অভিযানের গল্প থাকছে। যে কারণে আমরা একজন শক্তিমান অভিনেতাকে দিয়ে কাজটি করাতে চাই। আফজাল হোসেনের সঙ্গে ছবির গল্প নিয়ে বসার পরই তিনি রাজি হয়ে যান। আমরা এফডিসিতে শুটিং শুরু করছি গত ১০ তারিখ থেকে। বেশ কিছু সিক্যুয়েন্স আমরা এখানে শুটিং করব। ১৬ তারিখ পর্যন্ত এখানে শুটিং করার কথা রযেছে। এরপর আমরা গাজীপুর, বান্দরবানসহ দেশের বেশ কিছু লোকেশনে শুটিং করব।’
ছবিটিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটি হয়ে অভিনয় করছেন। আরো রয়েছেন শতাব্দী ওয়াদুদ ও নওশাবা। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ (তথ্য) বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সানী সানোয়ারের গল্পে তৈরি হচ্ছে ছবিটি। টিভি নাটক নির্মাতা দীপংকর দীপনের এটিই প্রথম চলচ্চিত্র।