উড়ন্ত বিমানের বাইরে ঝুলবেন টম ক্রুজ
‘মিশন : ইম্পসিবল’ সিরিজের দুর্ধর্ষ এজেন্ট ইথান হান্ট মানেই রোমাঞ্চকর সব অ্যাকশন আর স্টান্ট। এই সিরিজের ভক্তরা নিশ্চয়ই জানেন যে ইথান হান্ট ওরফে টম ক্রুজ তাঁর নিজের ছবির সমস্ত স্টান্ট নিজেই করেন। তাই বলে সত্যি সত্যি উড়ন্ত প্লেনের দরজা ধরে ঝুলে থাকা! তাও কিনা ধোপদুরস্ত কোট-প্যান্ট জুতো পরে! টম ক্রুজের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট অ্যাকশনের এমন খবর পাওয়া গেল এনডিটিভিতে।
মিশন ইম্পসিবল সিরিজের তাঁর করা স্টান্ট অ্যাকশনগুলো রীতিমতো জীবন বাজি রেখে করা। তবে সিরিজের নতুন ছবিটিতে টমের খ্যাপামি অতীতের যেকোনো কিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। ‘মিশন : ইম্পসিবল রগ নেশন’ ছবিতে একটি উড়ন্ত মিলিটারি এয়ারবাসের দরজার একপ্রান্ত ধরে খোলা আকাশে ঝুলতে থাকা টমকে দেখলে যে কারো পিলে চমকে যেতে পারে। তবে এসব নিয়ে এখনো বিন্দুমাত্র ভয়ডর নেই এই ৫২ বছর বয়স্ক চিরতরুণ অভিনেতার।
এই ব্লকব্লাস্টার অ্যাকশন সিরিজটির পঞ্চম কিস্তিতে দেখা যাবে, দ্য সিন্ডিকেট নামের এক ভয়ংকর গ্রুপের বিরুদ্ধে অভিযানে নেমেছেন ইথান হান্ট। তাঁর সাথে যোগ দেবেন উইলিয়াম ব্র্যান্ট (জেরেমি রেনার) ও বেনজি ডান (সিমন পেগ)। ইলসা ফস্ট নামের এক নতুন চরিত্রে অভিনয় করছেন রেবেকা ফার্গুসন। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন ভিং র্যামেজ ও অ্যালেক বল্ডউইন।
মিশন ইম্পসিবল সিরিজের আগের ছবিটিতে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার বেয়ে ওঠার দুঃসাহসী স্টান্ট করেছিলেন টম ক্রুজ। এবার উড়ন্ত প্লেনের কোনায় ঝোলার ভয়ংকর স্টান্টের সাথে আবারও বড় পর্দায় ফিরছেন নতুন ঝুঁকি, নতুন রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে। সিরিজের এই পঞ্চম ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাকোয়ারি। জুলাইয়ের ৩১ তারিখে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।