নায়লার মৃত্যু নিয়ে ধোঁয়াশা
অভিনেত্রী ও উপস্থাপিকা জুনহাই নায়লা গত ২০ মার্চ শুক্রবার মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তাঁর বন্ধুরা। তবে নায়লার মৃত্যু নিয়ে এরইমধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটি এখনো জানা যায়নি।
নায়লার বন্ধু সীমান্ত আহমেদ বলেন, ‘নায়লার সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় সাত বছর ধরে। মাঝখানে আমাদের যোগাযোগটা কমে যায়। তবে ফেসবুকে প্রায়ই কথা হতো।
আমরা একসঙ্গে নাটকে অভিনয় করেছি, উপস্থাপনাও করেছি।’ নায়লার মৃত্যু আত্মহত্যা কি না সে ব্যাপারে কিছু জানাতে পারেননি সীমান্ত। তিনি বলেন, ‘নায়লা সবসময় হাসিখুশি থাকত। অনেক মজা করে কথা বলত। সে আত্মহত্যা করেছে কি না আমি জানি না। কারণ দীর্ঘদিন আমাদের দেখা হয়নি।’
সীমান্তের মতো অনেকেই মেনে নিতে পারছেন না নায়লার এই অকাল মৃত্য। জুনহাই নায়লা ২০০৭ সালে শাখাওয়াত আল মামুনের ধারাবাহিক নাটক আজিজ মার্কেট শাহবাগ ঢাকা ১০০০-এ অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন।
ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু হওয়ার কারণে পরপর কয়েকটি নাটক ‘ললিতা’, ‘অ-এর গল্প’ সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।
২০১২ সালে প্রচারিত এহসান ইলাহি বাপ্পী পরিচালনায় ‘ময়নাতদন্ত’ নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন নায়লা।এরপর চৈতী ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন অনেক দিন। বিটিভি, ইটিভি, এশিয়ান টিভির অনেক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন নায়লা। এশিয়ান টিভির মিউজিক্যাল শো ‘রাতভর গান’-এর উপস্থাপনা করে তারকা খ্যাতিও পেয়ে যান তিনি। মিডিয়া জগতের বাইরে নায়লা পেশায় প্রকৌশলী ছিলেন।