অন্যরকম চরিত্র, ভ্ন্নিরকম জ্যোতি
বাবা জুয়াড়ি, মাতাল। বাজিতে হেরে আরেক জুয়াড়ির কাছে মেয়েকে বিক্রি করে দেন। এরপর মেয়েটির জীবনে নেমে আসে দুর্বিষহ এক অভিজ্ঞতা। ‘জুয়াড়ি’ নাটকে এমনই এক চরিত্রে দেখা যাবে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।
নাটকে নিজের চরিত্র সম্পর্কে আজ সোমবার এনটিভি অনলাইনকে জ্যোতি জানালেন, সৎবাবা বিক্রি করে দেওয়ায় আরেক জুয়াড়ির কাছে থাকতে বাধ্য হয় মেয়েটি। সেই জুয়াড়ি হয়তো কোনোদিন তাকে বিয়ে করবে। কিন্তু দিনের পর দিন কাটে, বিয়ে করে না। বিয়ে না করলেও মেয়েটিকে নিজের ঘরে রাখে।
জুয়াড়ি তার ভরণপোষণ দেয়। কলেজেও ভর্তি করে দেয়। কলেজে যাওয়া-আসার পথে এক ছেলে প্রতিদিন মেয়েটির পিছু নেয়। মেয়েটির প্রেমে পড়ে। মেয়েটিও প্রেমে পড়ে ছেলেটির। ছেলেটি একদিন মেয়েটি যেখানে থাকে সেই বাড়ির পাশে গেলে জুয়াড়ির হাতে ধরা পড়ে। জুয়াড়ি ছেলেটিকে শর্ত দেয়, জুয়া খেলে বাজিতে জিততে পারলেই কেবল মেয়েটিকে পাবে সে। ছেলেটিও যথারীতি সেই জুয়াড়ির কাছে হেরে যায়!
এরপর মেয়েটির কী হলো? তা জানতে হলে দেখতে হবে নাটকটি। জ্যোতি জানালেন, নাটকের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এখন রয়েছে প্রচারের অপেক্ষায়। নাটকটি পরিচালনা করেছেন আনুশ। আরো অভিনয় করেছেন সাব্বির আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।