‘নভেরা’ মহিলা সমিতি মঞ্চে
ভাস্কর নভেরা আহমেদের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক ‘নভেরা’। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। হাসনাত আবদুল হাইয়ের জীবনীভিত্তিক উপন্যাস ‘নভেরা’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান দোলা এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব।
নাটকের প্রেক্ষাপট ১৯৪৫ সাল থেকে নভেরার মৃত্যুর আগ পর্যন্ত। নাটকের শুরু একটি কবিতা থেকে, যেখানে একটি ভ্রূণ মাত্র এ পৃথিবীতে জন্ম নিয়ে প্রাণের অস্তিত্ব অনুভব করে।
নাটকটির গবেষণাকর্মে সাহায্য করেছেন সুরভী রয়। নাটকটিতে সংগীত পরিচালনা করেছেন কেয়া চৌধুরী জুঁই। আলোক পরিকল্পনা ওয়াসিম আহমেদ। ঢাকার এলিফ্যান্ট রোডে এ কদিন চলেছে ‘ধ্রুপদ অ্যাক্টিং স্পেস’ প্রযোজিত এ নাটকের কাজ।
দর্শক এবার প্রতীক্ষায়, কেমন হবে নভেরার প্রকাশ? ভাস্কর নভেরার জীবনের গল্প কীভাবে, কতটাই বা উঠে আসবে, তা দেখার অপেক্ষা শেষ হবে আজ।