জাজে মাহির প্রবেশ নিষেধ: আলিমুল্লাহ
‘গত কয়েকদিন আগে মাহির যে নোংরা ভিডিও প্রকাশ পেয়েছে, এমনকি গত দুই দিন ধরে তাকে নিয়ে যেসব গোপন অভিসারের কথা পত্রিকায় প্রকাশ পেয়েছে তাতে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছিনা। তাই জাজ সিদ্ধান্ত নিয়েছে মাহিকে নিয়ে আর কোনো সিনেমা নির্মাণ করা হবে না, কারণ এতে জাজের সুনাম নষ্ট হবে।”– এভাবেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে কথা বলছিলেন জাজ মাল্টি মিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই মাহির চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু হয়। আজ রোববার, ১৭ মে, বিকেল ৪টায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে এসব কথা বলেন আলিমুল্লাহ।
‘অগ্নি ২’ এবং ‘অনেক দামে কেনা’ ছবি দুটি জাজ প্রযোজিত ছবি এবং দুটিতে অভিনয় করেছেন মাহি। এদুটি ছবি এখনো মুক্তি পায়নি। ছবি দুটির ভবিষ্যৎ জানতে চাইলে আলিমুল্লাহ বলেন, ‘এই দুটি ছবিতেই মাহির কাজ শেষ। যে কারণে এই ছবি গুলোতে কোনো সমস্যা হবেনা। আর ছবি সময় মতো সিনেমা হলে মুক্তি পাবে। দর্শক তাকে গ্রহণ না করলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এটা মেনে নিয়েই আমরা ছবি দুটি মুক্তি দিব।’
ছবিটি মুক্তির সময় নায়িকা মাহি প্রচারণায় অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে আলিমুল্লাহ বলেন,‘তার কোন দরকার হবে না। বাংলাদেশের মানুষ জানে জাজ কী ধরনের ছবি বানায়। দর্শক আমাদের প্রতিষ্ঠানের নামেই হলে যাবে। এখানে মাহিকে লাগবে কেন? কিছুদিন আগে আমরা মাহির ‘অগ্নি’ ছবিটি মুক্তি দিয়েছি তখন মাহি দেশের বাইরে ছিল । এতে কোনো প্রভাব পড়েনি।’
মাহি যদি বাইরের প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করে সেক্ষেত্রে কোনো বাধা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে জাজের সিইও বলেন,‘জাজের কোনো ছবিতে মাহি থাকছে না। এমনকি মাহি জাজ থেকে কোনো সহযোগিতাও পাবে না। তার ছবির প্রযোজক আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবে, তবে শুধু মাহির ডাবিং বাইরে করতে হবে। কারণ মাহি আর জাজে ঢুকতে পারবে না। প্রয়োজনে ওই প্রযোজকের কাছ থেকে আমরা টাকা কম নেব।’
বাংলাদেশের প্রায় সব সিনেমা হলের সাথে জাজ যুক্ত, সেক্ষেত্রে মাহির ছবি মুক্তি পাওয়া নিয়ে কোনো জটিলতা হবে কি না? এই প্রশ্নের জবাবে আলিমুল্লাহ বলেন,‘সিনেমা হলের ব্যবসাটা আমাদের আলাদা একটা বিষয়। সে অথবা তার ছবির প্রযোজক যদি সিনেমা হলের মালিকের সাথে কথা বলে ছবি মুক্তি দিতে পারে তো দেবে। এ নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকবে না। তবে এ বিষয়ে আমাদের তরফ থেকে কোনো সহযোগিতাও থাকবে না।’
সম্প্রতি মাহিকে নিয়ে একটি ভিডিওচিত্র প্রকাশ ও এক প্রযোজক আরশাদ আদনানকে কেন্দ্র করে যে সমালোচনার ঝড় উঠেছে, সেটির ওপর ভিত্তি করেই মাহিকে কালো তালিকাভুক্ত করার কথা গতকাল শনিবার জানান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।
মাহি জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এ ছাড়া ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘ময়নামতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘ওয়ার্নিং’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ইত্যাদি তাঁর অভিনীত ছবি।