পারল না বোম্বে ভেলভেট
অনুরাগ কাশ্যপের ড্রিম প্রজেক্ট ‘বোম্বে ভেলভেট’। কয়েক বছর লেগেছে শুধু এর চিত্রনাট্য তৈরি করতে। শুটিংও হয়েছে লম্বা সময় ধরে।
কিন্তু দর্শক-সমালোচকদের মন জয় করতে ব্যর্থ হলো ‘বোম্বে ভেলভেট’। ১৫ মে মুক্তি পাওয়ার পর ১২০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি প্রথম দুই দিনে আয় করেছে মাত্র ১০ কোটি রুপি। কিন্তু আগের সপ্তাহে মুক্তি পাওয়া সুজিত সরকারের ‘পিকু’ এরই মধ্যে ৫০ কোটির বেশি আয় করেছে।
এই যখন অবস্থা, তখন ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ। ১৭ মে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “এটা সেই ছবি, যেটা আমি অনেক দিন ধরে বানাতে চাইছিলাম এবং আমি খুশি যে ছবিটা আমি বানাতে পেরেছি। আমি খুব খুশি, ছবিটির সঙ্গে জড়িত প্রত্যেক মানুষ আমার মতোই উৎসাহ নিয়ে ছবিটি বানিয়েছে। আমি হতাশ নই, লুকানোরও কিছু নেই। ‘বোম্বে ভেলভেট’ আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং আমার সবচেয়ে পছন্দের ছবি এটি। যা কিছুই হোক, আমার কোনো আফসোস নেই। ‘বোম্বে ভেলভেট’-এর জন্য যেকোনো কষ্ট আমি সহ্য করে নিতে পারব এবং সামনে এগিয়ে যাব। আমি আবার ফিরে আসব।”
এখানেই শেষ নয়, এই ছবির সঙ্গে অনুরাগের অনেক আবেগ জড়িত। তাই ছবির সব কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি, তাঁর পাশে থাকার জন্য।
ক্ষতি কাটিয়ে উঠে আবারো নতুন ছবির কাজ শুরু করার কথা ভাবছেন অনুরাগ। এমনটাই তিনি জানিয়েছেন তাঁর লম্বা স্ট্যাটাসে।
১৯৬০-এর দশকের বোম্বে শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি করা হয়েছে ‘বোম্বে ভেলভেট’। রণবীর কাপুর, আনুশকা শর্মার পাশাপাশি এতে চমক হিসেবে আছেন করণ জোহর।