অসুস্থ অবস্থায় ডাবিংয়ে শাকিব
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান গত বেশ কয়েক মাস যাবৎ টানা শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহের মধ্যেই তিনি সিঙ্গাপুরে যাবেন ।
গতকাল ল্যাবএইড হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। ল্যাবএইডের চিকিৎসক ডা. সলিমুর রহমানের তত্ত্বাবধানে শাকিব খানের চিকিৎসা হয়। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন এটাও নিশ্চিত। আর এর জন্য আগে থেকেই তিনি সময় ঠিক করে রেখেছিলেন। কিন্তু দুদিন আগে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
ফলে বাতিল হয়ে গিয়েছিল শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং। কিন্তু অসুস্থ অবস্থায় শাকিব খান আজ সোমবার ছবিটির ডাবিংয়ে অংশ নিয়েছেন।
শাকিব খানের অসুস্থতা প্রসঙ্গে খোঁজ নেওয়ার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, পরিচালক সাফিউদ্দিন সাফি, শাহিন সুমন ও প্রযোজক ইকবাল হোসেন জয়সহ আরো অনেকে শাকিবের বাসায় গিয়েছিলেন।
যোগাযোগ করা হলে পরিচালক শাহিন সুমন বলেন, “টানা কাজ করে শাকিব কিছুটা অসুস্থ। বাসায় বিশ্রামে আছে। ভিসা পাওয়া মাত্রই সিঙ্গাপুরে যাবে। তবে অসুস্থতা গুরুতর কিছু না। আমার ছবি ‘লাভ মেরেজ’-এর ডাবিং আজ। আমি মানা করেছিলাম, বলেছিলাম আজ ডাবিং করতে হবে না। কিন্তু শাকিব রাজি হয়নি। সে বলে, আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। এখনই কাজ শেষ করতে না পারলে পরে ঝামেলা হয়ে যাবে। কারণ আগামী রোজার ঈদের কয়েকটা ছবির কিছু কাজ বাকি। তবে শাকিব তাঁর অসুস্থতা নিয়ে চলচ্চিত্র শিল্পসহ তাঁর ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন।”