অপর্ণার সাত রং
‘আমরা দুই বোন। আমার ভাই নেই। আব্বু-আম্মুর খুব ইচ্ছা ছিল আমার একটা ভাই থাকুক। কিন্তু সেটা তো হয়নি। যার কারণে ছোটবেলা থেকে আব্বু আমাকে শার্ট-জিনস ও টুপি পরতে বলতেন। আমিও এসব পোশাকে অভ্যস্ত হয়ে পড়ি। পাশ্চাত্য পোশাক আমার বেশি প্রিয়।’
একটানা বলে গেলেন অপর্ণা। হ্যা, পাশ্চাত্য পোশাকে কেন এত বেশি দেখা যায় –এ প্রশ্নে কৈফিয়তই দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। সাথে যোগ করলেন, ‘আমার সংগ্রহে অনেক টুপি ও শার্ট আছে। ঠিক হিসাব করে বলতে পারব না কতগুলো আছে। সংখ্যাটা অনেক।’
তবে ‘শাড়ি, সালোয়ার কামিজ পরতেও ভালো লাগে’ জানাতে ভুললেন না।
সম্প্রতি মুক্তি পেয়েছে অপর্ণা অভিনীত ‘সুতপার ঠিকানা’ ছবিটি। একজন নারীর জীবনধারা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে ছবিটিতে। আবারও রুপালি পর্দায় সাবলীল অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। খুব বেছে বেছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’-এর মতো ছবিগুলোতে কাজ করেছেন অপর্ণা।
‘এ রকম পরিষ্কার, ঝকঝকে ও মজবুত গল্পের চিত্রনাট্যে বড় পর্দায় কাজ করে যেতে চাই,’ বললেন অপর্ণা।
আর নাটক? এখন বেশ কিছু খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। খুব সম্প্রতি মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ধারাবাহিক নাটক ‘হাউস#৪৪৪’-এর প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি। আসছে ঈদের পর বাকি দৃশ্যগুলোর শুটিং শেষ করবেন তিনি। ধারাবাহিকটি এনটিভিতে প্রচারিত হবে।
এতকিছু কীভাবে সামাল দিচ্ছেন? -প্রশ্ন করতেই অপর্ণার জবাব, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর দায়িত্ব দ্বিগুণ হয়েছে। অনেক অনুপ্রেরণা পেয়েছি। তাই মানসম্মত এবং ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চাই। আমি তো কখনো তারকা হতে চাইনি, অভিনেত্রী হতে চেয়েছি।’