‘কাঁসার থালায় রুপালি চাঁদ’-এর কাজ শুরু
গতকাল ১৮ মে সোমবার এফডিসির নায়ক মান্না ডিজিটাল কমপ্লেক্সে শুরু হয়েছে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের চলচ্চিত্র ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ চলচ্চিত্রের শুটিং। এতে অভিনয় করছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রত্না ও সত্তর দশকের জনপ্রিয় নায়িকা সুচরিতা। তথ্য মন্ত্রণালয়ের সরকারি অনুদানের ‘সাধারণ শাখা’য় নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের গল্প নিয়ে এর গল্প গড়ে ওঠেছে ।
চিত্র নায়িকা রত্না বলেন, “আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। যে কারণে ছোটবেলা থেকেই ,মুক্তিযুদ্ধ নিয়ে আমার আবেগের জায়গাটা আলাদা। এই ছবিতেও আমি একজন মুক্তিযোদ্ধার কন্যার চরিত্রে অভিনয় করেছি। কাজেই এই চরিত্রটির সাথে আমার আবেগ ও ভালোবাসা জড়িত আছে। আমি চেষ্টা করব আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে। আর এই ছবি থেকে এ দেশের নতুন প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরো কিছু জানতে পারবে।’
সুচরিতা বলেন, ‘সরকারি অনুদানের ছবি মানেই বাড়তি আগ্রহ। কারণ, একাধিক বিজ্ঞজন ছবিটির গল্প দেখে ছবিটি নির্মাণে আগ্রহী হয়েছেন। সেই সঙ্গে ছবিটি নির্মাণ করছেন আমারই সহ-অভিনেতা ড্যানি সিডাক। আশা করছি ছবিটি ভালোভাবেই নির্মাণ করা হবে।’
সুচরিতার এক সময়ের নিয়মিত সহ-অভিনেতা, নায়ক ছিলেন ড্যানি সিডাক। এখন তার পরিচালনায় কাজ করছেন তিনি। ড্যানি সিডাকের প্রযোজনা ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড্যানি সিডাক নিজেই। তার পরিচালনায় আরো দুটি চলচ্চিত্র হচ্ছে ‘সংগ্রামী হিরো’ ও ‘জীবন্ত লাশ’ ।
পরিচালক ড্যানি সিডাক বলেন ‘এর আগে আমি দুটি ছবি বানিয়েছি। দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। আশা করি এই ছবিও ভালোভাবে নেবেন তাঁরা। এফডিসিতে আমরা ২০ মে পর্যন্ত শুটিং করব। তারপর ঢাকার বাইরে কিছু কাজ করব।’
একটি বিশেষ চরিত্রে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান। এ ছাড়া চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলীরাজ, মিজু আহমেদ, আফজাল শরীফ, ডলি জহুরসহ অনেককেই। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন মৌলি, ইলোরা, সৌরভ, জনি ও জসিম- যাঁদের প্রত্যেকের জন্য এটিই হতে যাচ্ছে চলচ্চিত্রে প্রথম কাজ।