অনিমেষ আইচের সঙ্গে ভাবনা প্রেম করছেন?

দেশের জনপ্রিয় পরিচালক অনিমেষ আইচের সঙ্গে অভিনেত্রী ভাবনা প্রায়ই ফেসবুকে ছবি দেন। কাজের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁদের ছবি দেখে অনেকে মন্তব্যও করেন, ‘নাইস কাপল’। শোনা যাচ্ছে, তাঁরা নাকি প্রেম করছেন। আসলেই কি তাঁরা প্রেম করছেন?
এমন প্রশ্নের জবাব দিতে একটুও সময় নষ্ট করলেন না ভাবনা। তিনি বললেন, ‘প্রেম করলে কি ফেসবুকে আমাদের ঘোরাঘুরির ছবি পোস্ট করতাম? তখন হয়তো সম্পর্ক গোপন রাখার চেষ্টা করতাম। কোনো কিছু পাবলিক করতাম না। তবে অনিমেষের সঙ্গে আমার দুটি সম্পর্ক আছে। এক, অনিমেষ একজন পরিচালক আর আমি অভিনেত্রী। দুই, অনিমেষ আমার খুব ভালো বন্ধু।’
তারকাদের প্রেমের গুঞ্জন উঠলেই তাঁরা সেটাকে বন্ধুত্ব বলে আড়াল করেন। এই বন্ধুত্বও কি তাহলে আড়াল? ভাবনা হেসে উত্তর বলেন, ‘অনিমেষ ও আমার মধ্যে বোঝাপড়া ভীষণ ভালো। সম্পর্কের বন্ধনও অনেক মধুর। অনিমেষের লেখা চিত্রনাট্য সব সময় আমার কাছে অসাধারণ লাগে। তাঁর চিন্তা-ভাবনার সঙ্গে আমার অনেক মিল আছে। তাই অনিমেষের লেখা ও পরিচালনায় নাটক কিংবা সিনেমা আমার পছন্দ। এখানে অন্য কিছু নেই।’
অন্যদিকে পরিচালক অনিমেষ আইচ জানান, ভাবনাও তাঁর অনেক ভালো বন্ধু। ভাবনার অভিনয় দক্ষতার কারণে শুধু নাটক নয়, ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রেও তাঁকে তিনি নায়িকা হিসেবে নিয়েছেন।
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবি মুক্তি দেওয়ার সব রকম প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অনিমেষ আইচ। ভাবনাও ছবির প্রচারের কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত।