নাট্যকার মোহন খানের স্মৃতিচারণ করে যা বললেন তারকারা
জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এই নাট্য নির্মাতা। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো নাট্য অঙ্গনে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শোকবার্তা ও স্মৃতিচারণ করেছেন অনেক তারকারা।
মোহন খানের স্মৃতিচারণ করে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘সম্ভবত আমিই প্রথম লিখছি মোহন ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। কি অদ্ভুত ব্যাপার মোহনভাই আমি এখন কক্সবাজারে। যে কক্সবাজার আপনি চিনিয়েছেন যে কক্সবাজার আপনার। আমি সমুদ্রকে বলে দিব আপনি আর কখনো আসবেন না।’
অভিনেতা জায়েদ খান মোহন খানের স্মৃতিচারণ করে ফেসবুক পেজে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ইতিহাস বিভাগের বড় ভাই জনপ্রিয় নাট্য নির্মাতা মোহন খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।’
নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ মোহন খানের স্মৃতিচারণ করে ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আপনিই আমাকে সব সময় বলতেন ‘‘কখনো আমাকে ভাই ডাকবি না, সব সময় আঙ্কেল ডাকবি। আমি তোর আঙ্কেল।’’ কত কাজ এক সাথে করেছি ... কত স্মৃতি...এইতো সেদিনই শুনলাম আপনি আইসিইউ থেকে রুমে চলে গেছেন....আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুক মোহন আঙ্কেল। আপনার আত্মার শান্তি কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বিশিষ্ট লেখক,জনপ্রিয় নাট্যপরিচালক মোহন খান ভাই
চলে গেলেন পরপারে। শ্রদ্ধা জানাই।’
জনপ্রিয় চিত্রনায়ক ইমন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মোহন ভাই আপনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আপনাকে বেহেশত নাসিব করুন। আমিন।’
জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান মোহন খানের স্মৃতিচারণ করে লিখেছেন,‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমাদের প্রিয় স্বনামধন্য নাট্যকার, পরিচালক ও প্রযোজক মোহন খান ভাই ১১.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। সবাই মোহন খান ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
কত শত স্মৃতি!কত নাটক! কত শুটিংয়ের ফাঁকে আড্ডা! হাসিখুশি মানুষটা চলেই গেলেন...।’
এ ছাড়াও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা শাহেদ আলী, অভিনেত্রী রিমু রোজা খন্দকার, জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ সহ অনেকেই মোহন খানের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।