দেশের বাইরে প্রথম ঈদ করলেন পলাশ

ছবি : জিয়াউল হক পলাশের ফেসবুক থেকে নেওয়া।
প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ উদযাপন করলেন জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ এর জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ছোট পর্দার এই অভিনেতা। সেখান থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করে জিয়াউল হক পলাশ ক্যাপশনে লেছেন, ‘দেশের বাইরে প্রথম ঈদ। মিস করতেছি সবাইকে। অনুভূতি বলে বুঝানো যাবে না। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সকলে।’

ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে চলতি মাসে যুক্তরাষ্ট্রে গেছেন পলাশ। ফলে সেখানেই ঈদ কেটেছে তার। পলাশ ছাড়াও চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, মোশাররফ করিমসহ একঝাঁক তারকা যুক্তরাষ্ট্রে সফরে গেছেন।