দাম বেশি তাই উরফির কানে টমেটোর দুল
টমেটোকে সোনার সঙ্গে তুলনা করে বসলেন অভিনেত্রী ও মডেল উরফি জাভেদ। সাম্প্রতিক সময়ে টমেটোর দাম আকাশচুম্বী।
পোশাক নিয়ে বরাররই পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন উরফি। আর তাই সামাজিক পাতায় নতুন নতুন বৈচিত্র পোশাকের কারণে প্রতিদিন চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার টমেটো দিয়ে কানের দুল বানিয়ে পরে ফেললেন তিনি। পরনে কালো মিনিস্কার্ট, বক্ষ খোলা টপ আর টমেটোর কানের দুল— খোশমেজাজে টমেটোতে কামড় বসাচ্ছেন তিনি।
পোস্ট করা ছবির ক্যাপশনে উরফি লিখেছেন, টমেটোকে তো এখন সোনা বলাই যায়। দেশ জুড়ে টমেটোর দাম বৃদ্ধির প্রতিবাদ করেছেন উরফি।
মঙ্গলবার কলকাতার বিভিন্ন বাজারে টোম্যাটোর দাম কেজি প্রতি ১২০-১৫০ টাকার মধ্যে অবস্থান করছে। দিল্লির পাইকারি বাজারে টোম্যাটোর কেজি ২৫০ টাকার বেশি। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসছে।
এদিকে উরফির এই ব্যতীক্রমধর্মী সাজ অনুরাগীদের বেশ মনে ধরেছে। কেউ কেউ আবার উরফির এই কাজের নিন্দাও করেছেন।