৯ সিনেমা হলে ‘মাইক’, এক হলে ‘গোয়িং হোম’
দেশের সিনেমা হলে আজ শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পেয়েছে দুটি সিনেমা; ‘মাইক’ ও ‘গোয়িং হোম’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রথম শিশুতোষ সিনেমা ‘মাইক’ মুক্তি পেয়েছে নয়টি সিনেমা হলে।
আর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় মুক্তি পাচ্ছে ‘গোয়িং হোম’। এর প্রধান চরিত্র রায়ান। সেই চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আন্ডারওয়ার্ল্ড এবং সরকারের মধ্যে হিটম্যান হিসেবে তিনি যে জীবন পরিচালনা করেছেন তার পরিণতি এবং এটি তার আত্মাকে যে ক্ষতি করেছে তা নিয়েই এগিয়ে যায় এই ছবির গল্প। ছবিতে আরও উঠে আসে অ্যালকোহলের মাধ্যমে ক্ষয়ে যেতে থাকা এক তারুণ্য, বেস্ট ফ্রেন্ড ও প্রাক্তন প্রেমিকার সঙ্গে রায়ানের সম্পর্কের জটিলতা।
সিনেমাটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। অভিনয় করেছেন নির্মাতা নিজেও। আরও আছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।
অন্যদিকে, তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় ‘মাইক’ যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি।
এছাড়াও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।