এ আর রহমানের সবচেয়ে কাছের বন্ধু তাঁর গাড়ি চালক
এ আর রহমান এমন একজন শিল্পী, যাঁর জীবনে দুঃখপূর্ণ অধ্যায় রয়েছে। লড়াই-সংগ্রাম করে ধাপে ধাপে তিনি সাফল্যের শিখরে উঠেছেন। অস্কারজয়ী এ শিল্পী বিশ্বসংগীতে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবুও থাকেন একেবারে নিভৃতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কারা তার বন্ধু? উত্তরে রহমান বলেছেন, ‘যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন এ আর রহমান বক্তব্য দীর্ঘ করেছেন এভাবে, ‘কাউকেই আমি বলতে পারি না, চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি, নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।’
কিন্তু বন্ধু কি সত্যিই নেই? এরপরেই রহমান বলেছেন, ‘আমার নিঃসঙ্গতা, আমার একাকিত্ব, নির্জনতাই আমার বন্ধু।’
এ আর রহমানের জন্মনাম দিলীপ কুমার। সুরকার বাবা আর কে শেখরের মৃত্যুর কিছু দিন পর এবং তাঁর প্রথম প্রকল্প ‘রোজা’ মুক্তির আগে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর মা-ও নাম পরিবর্তন করে হন করিমা বেগম।