মুন্সীগঞ্জে গাজী মাজহারুল আনোয়ারের ম্যুরাল
মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচরে স্থাপিত হয়েছে প্রয়াত কিংবদন্তি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ম্যুরাল। গত ১৯ অক্টোবর নিজের জন্মদিনে এই বরেণ্য গীতিকবির স্ত্রী জোহরা গাজী এ ম্যুরাল উন্মোচন করেন।
গীতিকবির প্রথম প্রয়াণবার্ষিকীর (৪ সেপ্টেম্বর) ‘সোনারং তরুছায়া’য় গাজী মাজহারুল আনোয়ার প্রাঙ্গণে এই ম্যুরাল তৈরির কাজ শুরু হয়েছিল। চিত্রশিল্পী হাফিজউদ্দিন বাবু কাজটি সম্পন্ন করেন।
ম্যুরাল উন্মোচনে আরও উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের পুত্র সরফরাজ আনোয়ার উপল, পুত্রবধূ শাহানা মির্জা আশা ও নাতনি আর্শিয়া আনোয়ার আরশী।
সফলভাবে ম্যুরালটির উদ্বোধন কাজ শেষ হওয়ায় ভীষণ খুশি সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি বলেন, ‘গোধূলীলগ্নে সেই ম্যুরালের সঙ্গে জোহরা গাজী পুত্র বিশিষ্ট ব্যবসায়ী সরফরাজ আনোয়ার উপল ও কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ারকে নিয়ে ক্যামেরাবন্দি হন। এমন একটি ছবির জন্য আমাকে স্বপ্ন দেখতে হয়েছে, পরিকল্পনা ও উদ্যোগ নিতে হয়েছে, যার বাস্তবায়ন গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিবারের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। সে জন্য তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম!’
‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’সহ অসংখ্য গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তিনি ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।