টম ক্রুজ নিয়ে আসছেন ‘টপ গান থ্রি’
প্রায় দেড়শ কোটি ডলার আয় করে ‘টপ গান ম্যাভেরিক’ বক্স অফিস কাঁপিয়েছে ২০২২ সালে। যা টম ক্রুজের ক্যারিয়ারের সবথেকে বেশি আয় করা সিনেমা। এই সাফল্যের মাঝের এক বছর না ঘুরতেই আসছে তৃতীয় কিস্তি। আর এই কিস্তিতেও থাকছেন ৬১ বছর বয়সী ক্রুজ।
সিএনএন জানিয়েছে, ‘টপ গান থ্রি’ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিনেমাটির ব্যাপারে পরিকল্পনা চলছে। এখনও কোনো চুক্তি না হলেও প্রযোজক ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও পরিচালক জোসেফ কোসিনস্কি সিনেমাটির কাজে এক হচ্ছেন। আগের কিস্তিগুলোতে টম ক্রুজের সহ অভিনেতা মাইলস টেলার ও গ্লেন পাওয়েলের এতে ফেরার সম্ভাবনা রয়েছে।
টম ক্রুজও এবার প্রস্তুতি নিচ্ছেন ‘টপ গান থ্রি’ সিনেমার জন্য। সিনেমার স্ক্রিপ্ট চূড়ান্ত না হলেও টপ গান ম্যাভেরিকের সহলেখক ইহরেন ক্রুজ স্ক্রিপ্টের প্রাথমিক খসড়া তৈরি করছেন।
টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি। টপ গান দিয়েই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ট্রম ক্রুজের। দীর্ঘ বিরতি দিয়ে ২০২২ সালের ২৭ মে মাসে মুক্তি পায় ‘টপ গান ম্যাভেরিক’।