দুই অভিনেত্রী বোনের মৃত্যু, মাঝে ব্যবধান ২৪ ঘণ্টা
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি জরায়ুর ক্যানসারে সঙ্গে লড়া করে না ফেরার দেশে চলে গেলেন শুক্রবার (৮ মার্চ)। ৪৮ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর একদিন আগেই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তার বোন অভিনেত্রী অমনদীপ সোহি।
পরিবারের তরফে জানা গেছে, ডলি দীর্ঘদিন ধরেই সার্ভাইক্যাল ক্যানসারে ভুগছিলেন। আর সেই মারণ রোগই প্রাণ কেড়েছে ডলির। অন্যদিকে জন্ডিসে মৃত্যু হয় আমানদীপ সোহির। ভাই মনু সোহিই নিশ্চিত করেছেন বোনের প্রয়াণের খবর।
ডলি সোহি হিন্দি ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। কিছুদিন আগে ‘ঝনক’ শোতে অংশ নিয়েছিলেন ডলি। কিন্তু শরীরে ক্যানসার থাবা বসালে তাঁকে সেই শো মাঝপথেই ছাড়তে হয়। কেমোথেরাপির পর তিনি এক টানা অনেকক্ষণ শুট করতে পারতেন না।
অন্যদিকে সোহি হিন্দি ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।