এ কোন রণদীপ হুদা?
সাদাকালো মিরর সেলফিতে সোমবার সামাজিক মাধ্যমে নিজের এমন ছবি প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সেই ছবি দেখে শিউরে উঠেছেন ভক্তরা।
কারণ ছবিতে যে রণদীপ হুদার দেখা মিলেছে তাঁর শরীরের হাড় গোনা যাচ্ছে, রোগা-জীর্ণ শরীর। মাথায় টাক। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটির ক্যাপশনে রণদীপ লিখেছেন, ‘কালা পানি।’
জানা গেছে, ‘স্বাধীন বীর সাভারকর’-এর জন্য রণবীরের এই পরিবর্তন। সিনেমাতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।
আগামী ২২ মার্চ মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অঙ্কিতা লোখাণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী ও লোকেশ মিত্তল।